আনা [আমি] বাংলাদেশী মুসলিম

লিখেছেন লিখেছেন বড়মামা ০৮ ডিসেম্বর, ২০১৩, ০২:৫০:৪৩ রাত

২০১৩ সালের হজ্জের মৌসম মক্কাতে হজ্জ শেষ হাজীরা যার, যার,দেশে যাওয়া শুরু করছে।আমি দোকান খুলে বসে আছি আমার সোফা সেটের দোকান।হজ্জের সময় আমদের ব্যাপসা একটু কম চলে হজীদের জন্য আমাদের কাছে সোফার কাপড় ছাড়া তেমন কিছু নাই।হঠাত একটা লোক তুরস্কেরএকজন হাজী এসে আমাকে বলে আমার বেগটার ছেলাই খুলে গেছে একটু ছেলাই করে।আমি বল্লাম এই কাজ আমরা করিনা সে বল্ল আমি অনেক দুর থেকে এসেছি এবংএক ঘন্টা দরে গুরতেছি কোথাও ছেলাইবার লোক পেলাম না লোকটা খুব পেরেসান মনে হলো।আমি বল্লাম দেখি আমার দারা হয় কিনা এমন সময় আযানের শুরু হয়ে গেলো আমি বল্লাম নামাযের পর আসো দেখা যাবে এই বলে আমি নামাজে চলে গেলাম।নামায শেষে আমি ভাবলাম লোকটি হয়তো চলে গেছে। এসে দেখি দোকানের সামনে লোকটি বসা বেগ খুলে দখি এটা আমার মেশিন দিয়া ছেলাই করা সম্বভ না লোকটি ভিনয়ের করে বলতেছে টাকার কোন অসুবিদা নাই যা চাও দিবো আমি

এতক্ষন অপেক্ষা করলাম তুমি বলতেছো পারবেনা আমি এখন কোথায় যাবো। তার কথায় আমি বল্লাম চেস্টা করে দেখি।মোটা সুই সুতা নিয়া আমি তার বেগটা ছেলাই করে দিলাম।ছেলাই করা বেগ পেয়ে খুব খুশি হলো আমাকে বলে একটা সুই সুতা দেও আমার সাথীদের জন্য দরকার হতে পারে তাকে কতটুক সুতাএবং একটা বড় সুই দিয়া দিলাম।সে বল্ল কত টাকা দিতে হবে।আমার একটা কথা মনে পরে গেলো সাবেক আমিরে জামাত হজ্জে এসে নিজ হাতে হাজীদের বালিস ছেলাই করেছিলো উনাকে প্রঃ করলে বলেছিলো আল্লাহর কাছে কোন আমল কবুল হয় বলা যায়না আমি হঠাৎ মনে,মনে,ভাবলাম আমার তেমন কিছু খরছ হয়নাই শুধু মেহনত করলাম জীবেন বহুত কামাইছি খরছ করছি আজ এই হাজীর কাছ থেকে কোন টাকা নিবনা মক্কা থাকি বলে এই বিনদেশী হজীর একটু খেদমত করে দিলাম।এটা শুধু আমার জন্য জমা রাকলাম কঠিন হাসরের দিন যখন চারদিক থেকে বিপদ আসবে এবং কারো কাছ থেকে কোন সাহায্য আসবে না সেদিন এই আল্লাহর মেহমানের এই খুদ্র খেদমতে কারনে হয়তোবা একটু নাজাতের উছিলা হতে পারে। আমি হাজীকে বল্লাম টাকা লাগবেনা সে চমকে গেলো আমাকে বলে টাকা নিতে হবে সে ভাবলো যেখানে সময় বুজে হাজীদের কাছ থেকে সবাই সবকিছুর মাজে একটু বেশী টাকা নেয়, আর এই লোক বলে টাকা লাগবে না।সে বলে আমার কাছে প্রচুর টাকা আছে তোমার পাওনা তুমি নিয়ে নেও আমি কোন দেশের মানুষ সে যানেনা তুরস্কের হাজী আরবী বলতে পারেনা না পারে সে আমাকে জোরে টাকা দিতে চায় সে মনে করছে আমি রাগ করেছি।সে বলে তুমি কাজ করেছো টাকা নেও আমি বল্লাম তুমি মুসলিম ? সে বলে ইয়েস আমি বল্লাম আমি বাংলাদেশী মুসলিম।আমি বল্লাম মুসলিম,মুসলিম ভাই,ভাই একটু খেদমত করলাম কি আর টাকা নিবো এ কথা শুনে সে আমাকে বুকের সাথে জরিয়ে দরলো বল্ল আমি এখন আল্লাহর ঘরে যাইয়া তোমার জন্য দোয়া করবো। তোমাকে মনে রাকবো তার কথা শুনে আমার মন ভরে গেলো টাকা বড় কিছু নয় সে নিজে দেশে যাইয়া হজ্জে কথা মানুষে কাছে বলার সময় অবস্য আমার কথা বলবে আমার বাংলাদেশের কথা বলবে আমার দ্বারা হয়তো আমার দেশের মুসলিমদের মুল্যায়ন করবে।

বিষয়: বিবিধ

১৩৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File