ভুল সংসোধন করুন
লিখেছেন লিখেছেন বড়মামা ০৫ ডিসেম্বর, ২০১৩, ০৩:০০:৩৬ রাত
আমদের দেশে আমরা অনেক ভুল করি। তার অনেক সময় বিদেশেও আমাদর অসুবিদা হয়।১ নাম রাখার মাজে অনেক ভুল করি।যেমন কারো নাম,মুহাম্মদ হুমায়ুন আহাম্মেদ।এখানে তিনটা পুর্নাঙ্গ নাম এক জনের জন্য রাখা হয়।নিয়ম হলো এক শব্দে একনাম হবে।মুহাম্মদ একটি সুন্দর নাম এবং আমাদের প্রিয় নবীজির নাম।মুহাম্মদ আমরা নাম রাখিনা, রাখি অন্য নাম, মুহাম্মদ মুসলিম পরিচয়ের জন্য এভাবেই নামের প্রথম বসিয়ে দেই।তিন শব্দে কারো নাম রাখলে সৌদিরা মনে করে,প্রথমটা আসল নাম দ্বিতীয়টা বাপের নাম,তিতীয়টা দাদার নাম।এজন্য অনেক সময় লজ্জায় পরতে হয়, পৃথিবীর অনেক দেশেই বড় নাম বলে আমরা এইগুলি সব তার নাম মনে করি।আসলে তারা ঠিকই বলে।নিজর নাম,বাপের নাম,দাদার নাম,পদবী লকভএবং জন্ম স্থানের নাম।ফখর শব্দের অর্থ অহংকার,এর সাথে ইসলাম বা দ্বীন মিলায়া রাখা হয়।এটা ঠিক না ভালো করে নামের অর্থ যেনে এক শব্দে নাম রাখতে হবে।যে নামে ডাকা হবে বা যে নামে পরিচিতি পাবে,এটি আসল নাম।আল্লাহ তায়ালা হাশরের দিন নিজের নাম এবং বাপের নাম ধরে ডাকবেন সুতারাং পিংকি,বল্টু,নাম না রেখে ভালো নাম রাখুন।নামের উছিলায় ঐদিন অনেকে জান্নাতে যবে।
বিষয়: বিবিধ
১১৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন