অবরোধে পুলিশ
লিখেছেন লিখেছেন বড়মামা ২৭ নভেম্বর, ২০১৩, ১১:৩০:১৫ রাত
বর্তমানে পুলিশ যে গুলি করতেছে তা না করেও চাকরি এবং জীবন দুটিই বাছাতে পারে ।কারন মানুষ মারার কোন অডার নাই ।তারা সাধারন জনগন মেরে খমতার অপব্যবহার করছে ।পুলিশ বলছে নিজের জীবন বাছাতে তারা গুলি করে।এটা মিত্তা কথা তারা প্রায় সবই হারমখোর।ইচ্ছা করে মানুষ মারার জন্য গুলি করে।তারা আগে মানুষ ছিল কিন্ত হারাম মানে গুস দিয়া চাকরি পাইয়া হায়েনার মতো জনগনের অভিসপ্ত পুলিশ হইয়া গেছে।অতছ কথা ছিলো পুলিশ হবে জনগনের বন্দু ।তাদের বন্দু হলো সমাজের খারাপ মানুষ মাধক ব্যাপসাহী গাজাখোর মদখোর জেনাখোর তারা।কারন তাদের কাছ থেকে হারাম খেতে পারে।পুলিশের পরিবারের যারা হারাম খেতে চান না তারা করবেন কি পুলিশ যখন ঘরে এসে মানুষ হয় তার পর ঠান্ডা মাথায় প্রশ্ন করুন পকেটে এই টাকা কোথায় পাইলা।তখন দেখেন কি বলে।আপনারা বলেন আমরা প্রয়োজনে অল্প খাবো কিন্তু হারাম খাবনা।আর আপনারা যদি সুকরের মংস ভলো বাসেন তাহলে কিছু করার নাই ।
বিষয়: বিবিধ
১০৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন