নানারবাড়ি
লিখেছেন লিখেছেন বড়মামা ২৭ নভেম্বর, ২০১৩, ০১:৩৭:৪১ রাত
ছেলেমেয়েরা অনেক যায়গাতে বেরাতে যায় তার মধ্যে নানার বাড়ি অন্যতম ।তবে ছেলে মেয়ে কিশোর হয়ে গেলে মা বাবার খেয়াল রাখা খুবই দরকার কারন।ঐবয়সে ছেলেমেয়েরা অনেক সময় একা একা বেরাতে চায় ।পরিবেশ বুজিয়া তাদের যেতে দেওয়া উচিত । অনেক মাবাবা এই ব্যাপারে উদাসিন পরে ছেলেমেয়ে কথা শুনতেচায় না ।তারা যখন একা একা যাওয়া আসা করে তখন চলাফেরায় কোন নিয়ম নিতি থাকে না ।যার তার সাথে মেলা মেসা হয় যেকোন অপরাধ মুলক কাজে প্রচরয় পায় অতি আদরে নানা নানি কিছুই বলেনা ।তাই আমি মনে করি ছোট বেলাথেকেই ছেলেমেয়েদের ভালো মন্দ বুজানো উচিত এবং ধর্মিয় সঠিক আকিদা শিক্ষা দেওয়া প্রয়োজন ।
বিষয়: বিবিধ
১১৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন