জীবনে যা দেখলাম

লিখেছেন লিখেছেন অনন্যা ২৫ অক্টোবর, ২০১৪, ১২:০১:৩৮ রাত

এটা ওটা অনেক কিছুই পড়া শেক্সপিয়র থেকে শুরু করে সুনীল...বই পড়ায় আমার কোন বাছ বিচার নেই...আমি মিশ্র শ্রেণির পাঠিকা...তবে সাইমুম নামে একটা আশ্চর্য সিরিজের বইও পড়ি ভাইয়ের কাছ থেকে তার পর থেকেই ভক্ত...ধীরে ধীরে পাঠের আগ্রহে ভাল আর মন্দ বইয়ের পার্থক্য করতে শিখি...একদিন আমার সে ভাইয়ের কাছে একটা বই পেলাম যার সাথে আমার মতের অমিলই বেশি...বইটার নাম জীবনে যা দেখলাম...এর প্রথম খণ্ডটা পড়ার পর দ্বিতীয় ও তৃতীয় খণ্ডটি পড়ে নিলাম প্রিয় বই ডটকম নামের একটা সাইট থেকে ডাউনলোড করে...তবে এর নয়টি খণ্ডই পড়বো কারো কাছে যদি থাকে দিয়েন...তাকে আরো জানতে চাই...এর বেশি কিছু বলতে চাইনা...

বিষয়: বিবিধ

১৪৩৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277988
২৫ অক্টোবর ২০১৪ সকাল ১০:১৪
প্রেসিডেন্ট লিখেছেন : এ লিংকে উনার প্রচুর বুক পাবেন। http://icsbook.shibir.info/

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File