হিজাব যখন ফ্যাশানের অনুষঙ্গ, ইসলাম সেখানে অবমানিত

লিখেছেন লিখেছেন অনন্যা ২৬ মার্চ, ২০১৪, ০১:৩৪:৫৬ রাত

মুসলিম রাষ্ট্রগুলোতে নারীরা সাধারণত স্কার্ফ বা হিজাব পড়েন৷ মাথার চুল ঢেকে রাখাই এই হিজাবের মুখ্য উদ্দেশ্য৷ কিন্তু বর্তমানে এটি যেন ফ্যাশান অনুষঙ্গ হয়ে উঠেছে৷ আর তার ফলে ফ্যাশান মঞ্চেও এখন উঠে এসেছে হিজাব৷

বাকীটুকু নদদেই এখানে দিলাম

ইসলামের বিরুদ্ধে এভাবেই ষড়যন্ত্র চলছে...প্রয়োজন নিজস্ব গণমাধ্যম...তবে ছোটখাট নয় এক একটা রয়টার্স, এএফপি, সিএনএন, আল-জাজিরা....সংবাদকর্মীও দরকার অসংখ্য যাদের হাত দিয়ে এসব বাজে লেখা আসবেনা....এক ভাইয়া বলেছে সাংবাদিকদের ভাল পাত্রী জোটে না....তবে আমি রাজী তাই একমত না তার সাথে...সবকিছুর মূলে জোড়া আল্লাহর সৃষ্টি...

বিষয়: বিবিধ

১১৬৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198042
২৬ মার্চ ২০১৪ রাত ০১:৫৬
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : হিজাব যারা যারা ফ্যাশন হিসেবে ব্যবহার করে, তারা মূলত ইসলামের একটি বিধানকে নিয়ে ঠাট্টা করছে।
198050
২৬ মার্চ ২০১৪ রাত ০২:২৩
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
198052
২৬ মার্চ ২০১৪ রাত ০২:২৭
দুষ্টু পোলা লিখেছেন : হিজাবী ফ্যাশনীদের ভালা পাই, বিয়া করতে চাই। ব্যবস্থা করেন প্লিজ Crying Crying Crying
198118
২৬ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৯
হতভাগা লিখেছেন : কোন সমাজকে ধ্বংস করতে হলে সে সমাজের নারীদেরকে কব্জা করতে হয় । কারণ পুরুষদেরকে কব্জা করার চেয়ে নারীদেরকে কব্জা করা সহজ ।

ভারতীয়রা আমাদের উপর প্রাধান্য বিস্তার করেছে নারীদেরকে সিরিয়ালে এডিক্ট করিয়ে ।

পাকিস্তানীরা তা জোর করে করতে গিয়েছিল , ফলে ১৯৪৭-১৯৫২ ভালই ফাটাফাটি হয়ে যায় । পুরুষদের ঘাঢ় ত্যাড়ামীতে তা তাদের আর করে ওঠা হয় নি ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File