ঢুকছেন দেখছেন অত:পর নিষেধ করছেন

লিখেছেন লিখেছেন অনন্যা ১১ মার্চ, ২০১৪, ০২:০৬:৫৯ দুপুর

মেড ইন বাংলাদেশ নিয়ে কাল একটা পোস্ট দিয়ে হাজারটা কথা শুনলাম। বেশ কিছু সচেতন মানুষের কাছ থেকে। ঊনারা সচেতন বটে!

উন্মুক্ত ইন্টারনেট জগত যে কেউ যে কোন কিছু দেখতে পারেন। কিন্তু যাদের হৃদয় পবিত্র তারা সব সময় শালীনতাকেই পছন্দ করবেন।

সচেতন লোকেরা বোধকরি আমার ব্যক্তিগত একটা অমন পোস্ট চাইছেন। তাদের সন্দেহ আমি নারী নাকি পুরুষ।

আমি বলছি আমি মেড ইন বাংলাদেশ নই...মেড বাই ইসলাম...

আমি জানি আমি কি করছি...

বিষয়: বিবিধ

১০৩৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190476
১১ মার্চ ২০১৪ দুপুর ০২:২১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এরম এক্কান ফালতু কাজকারবার নিয়ে আর কত গ্যাঞ্জাম লাগাইতে চান? গত তিন দিন ধরে এ নিয়ে ফেবু আর বলগত কান জালাপালা হইয়া গেলোগা।
190551
১১ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৬
শাহ আলম বাদশা লিখেছেন : মাইনাস
190576
১১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪৭
শিশির ভেজা ভোর লিখেছেন : আমি বলছি আমি মেড ইন বাংলাদেশ নই...মেড বাই ইসলাম...

ভালো কথা
190637
১১ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৯
হতভাগা লিখেছেন : ''সচেতন লোকেরা বোধকরি আমার ব্যক্তিগত একটা অমন পোস্ট চাইছেন। তাদের সন্দেহ আমি নারী নাকি পুরুষ।

আমি বলছি আমি মেড ইন বাংলাদেশ নই...মেড বাই ইসলাম...''

০ এত কাহিনী করার কি আছে ? নারীদের অধিকারের সময় বা নারীর উপর কোন অন্যায় করা হলে তো প্রতিবাদে গলাই ফেটে যায় আপনাদের ।

এখন মাকস্‌ কান্ডে কনফিউশন ছড়াচ্ছেন কেন ? বলছেন মেড ইন বাংলাদেশ নই , মেড বাই ইসলাম ।

সমানধিকার নিয়ে চিল্লানোর সময় মনে থাকে না মেড বাই ইসলাম ?

স্বামী ন্যায্য কারণে প্রহার করলে যখন মামলা করেন তখন মনে থাকে না যে মেড বাই ইসলাম ?

স্বামী যখন ২য় বিয়ে করতে যান তখন আপনার অনুমতি না নিলে যখন মামলা করেন তখন মেন থাকে না যে মেড বাই ইসলাম ?

স্বামীর উপর বসিং কার সময় মনে থাকে না যে মেড বাই ইসলাম ?


এখন মাকস্‌ এর ঘটনায় ইসলামকে আকড়ে ধরা হচ্ছে ?

নারীদের কাজ কারবার তার সমাজ ও ধর্মকে লজ্জায় ফেলে দেয় ।
190664
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
ইবনে হাসেম লিখেছেন : উপরের চারটে মন্তব্যের মাঝে অন্ততঃ দুটো বিপরীত মেরুর মানসিকতা ফুটে উঠেছে। অর্থাৎ পোস্টটির পক্ষে এবং বিপক্ষে সমান ভোট পড়েছে বলা চলে।
আমার বিবেচনায়, আমাদের সমাজ এখনো এমন নগ্নতাকে অতো ওপেনলি গ্রহণ করায় অভ্যস্ত হয়নি বিধায়, আপু অনুরোধ করছি আপনার পূর্বোক্ত পোস্টটি ডিলিট করে দিন।
ধন্যবাদ
190760
১১ মার্চ ২০১৪ রাত ০৮:৪৫
সজল আহমেদ লিখেছেন : আপনার পক্ষে ১টি ভোট প্রদান করলাম।
১.তুমি যদি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখো তিনি তোমায় যুদ্ধে জয় করাবেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File