কবিতাটা বুঝিয়ে দিন...
লিখেছেন লিখেছেন অনন্যা ০২ মার্চ, ২০১৪, ০২:৩১:৪৪ রাত
সে কি এক ?
সকালের পত্রিকায় অতিরিক্ত পাতায় যে মেয়েটির ছবি ছিল
তাকে আমার ভাল লেগে যায়।
বিকেলে ফেসবুকে ছবি আপলোড করেছিল যে নারী
তাকেও ভারী ভাল লেগে যায়।
সন্ধায় টিভির পর্দায় খবর পড়ছিল যে মেয়েটি
তাকেও আমার ভাল লেগে যায়।
অবসর দিনে রিকসাগামী রমণীকেও
সৌন্দর্যগুণে ভাল লেগে যায়।
শিক্ষাঙ্গনের সবচেয়ে মিষ্টি মেয়েটিও
নিজগুণে হৃদয় কেড়ে নেয়।
বিশেষ দিনে বৈশাখী-ফাল্গুনে
শাড়ি আর সাজে অচেনা নারীও মনে লেগে যায়।
হোটেল-রেস্তোরায় সিনেমা-নাটকে যাদের দেখি
তাদের কাউকেও তো ভোলামন ভুলবার নয়।
গল্প উপন্যাসে কবিতা কিংবা শিল্পীর ক্যানভাসে
ফুটে ওঠা রমণীকেও বড় আপন মনে হয়।
রাতে শোয়ার আগে শৈশব থেকে যৌবনের
কিছু কিছু কিশোরী থেকে যুবতীর কথাও মনে পড়ে যায়।
সকালের চায়ের ধোয়ায় কোনো কোনো অচেনা মুখ
উকি মারে মম হৃদয় আঙ্গিনায়।
বিকেলের সোনালী রৌদ্র কাঁচা সোনা কোন মুখ
বার বার বরাবরই মনে করিয়ে দেয়।
এভাবেই বয়ে চলে জীবনো সময়।
মনে মনে ভাবি আপনি আপন মনে হাসি।
এগুলো কেবলই মেকি বুঝে নিও তুমি
ভালকরে বুঝো ভালালাগা আর ভালবাসা সে কি এক হয় ?
কবিতাটা একজনের কিন্তু বলুনতো বেচারা কি বোঝাতে চাচ্ছেন ?
বিষয়: বিবিধ
৯৮৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন