মিসকল বেদনা
লিখেছেন লিখেছেন অনন্যা ২৬ নভেম্বর, ২০১৩, ১১:৩৪:৩৩ রাত
কাল একটা মিসকল মনে একটা আলোড়ন তৈরী করল। মিসকলটা ছিল কুসুমের।
সচরাচর মোবাইলে বেশ কঠোর আমি, যাকে ফোনে ধরা যায়না তার নম্বরটাও ডিলিট করে রাখি। কি দরকার যার যে ফোন রিসিভ করে না বা কোন সাড়া দেয়না তার সাথে কোনদিন দেখা হলে কথা হবে। যার নিজেরই গুরুত্ব নেই বা যে অপরকে গুরুত্ব দেয়না, সে মানব বা মানবীকে গুরুত্ব দিয়েই বা লাভ কি !
ঢাকায় এসে অনেক বন্ধু পেয়েছি সবাই বেশ ভাল। সবার সাথে সুসম্পর্ক রক্ষার চেষ্টা করেছি। এখানে এসেই কুসুমেক প্রথম জানি এবং প্রতিদিন তার সাথেই কণ্ঠের শীলন হত। প্রতিদিন অনেক অনেক বেশি কথা হত দুই বান্ধবীতে। আমি বরাবরই যে কারও বন্ধুত্বে নিজেকে মেলে ধরি। কিন্তু সবাইকে এ একটা দুখই আমি দেই একসময় আর তার সাথে যোগাযোগ হয়না.........আমার সকল আপনজনদের এ একটাই অভিযোগ আমি খুবই আপন করি সবাইকে আবার পরও করি, ভুলে যাই.....
তবে কুসুমের ব্যথিত মিসকল আমাকেও বেদনা দিয়েছে......ভাই ক্ষমা করবেন আসলে আমিই অধম......কি আর বলব.....
বিষয়: বিবিধ
১২৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন