বিষয়টা বুজতে হয় , না বুজিলে এমনি হয়।

লিখেছেন লিখেছেন শিকারিমন ২৩ অক্টোবর, ২০১৫, ০৪:৫৩:২১ বিকাল

বিষয়টা আপনাদের বুজতে হবে , বিষয়টা বুজিতে হয়। না বুজিলে এমনি হয়। এইবার বলেন তো হজরত মুহাম্মদ (সHappy কত বত্সর বয়সে নবুয়ত পেয়েছিলেন,? আল্লাহ তো ইচ্ছা করলে ওনাকে বিশ কিংবা পচিশে এই দায়িত্ব দিতে পারতেন। চল্লিশ বত্সরের পর্যন্ত কেন অপেক্ষা করলেন। আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষটিকে কেন এত পরীক্ষা নিরীক্ষা করলেন, কেন তৈরি করতে এত সময় নিলেন। কারণ মানব সমাজে কাজ করতে হলে বয়সের পরিপক্কতার খুব প্রয়োজন।

ইসলামী সংগঠন গুলোকে বুজতে হবে বয়সের পরিপক্কতা কত জুরুরী। বন্ধু গন আমি মহানবীর সাথে বর্তমানে কোনো ইসলামী সংগঠনের কোনো বালকের অপরিপক্ক বয়সের ফ্যান্টাসির কথা বলছিনা। আমি শুধু মহানবীর জীবনীকে অনুসরনের কথা বলছি। এই কিশোর বয়সে মানুষ দু হাত কে পাখির ডানার মত করে আকাশে উড়তে চায়। তাই বলে কি তাকে আকাশে উড়তে উপরের দিকে ছুড়ে দিব ? তার মেধা , বুদ্ধি আবেগ কে শাণিত করার সময় দিতে হবে। তা না করে বালকের অপরিনত বয়সের মেধার ঝিলিক , বুদ্ধির বাহার কিংবা আবেগ কে পশ্রয় দিয়ে আকাশে উড়তে দিলেই বিপদ। যেটি টের পাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী ছাত্র সংগঠনটি। এত দিন এক সাবেক নেতার চর্চিত ইতিহাসের রেশ কাটতে না কাটতে , অনলাইন মঞ্চে হাজির হলো নব্য ঐতিহাসিক কিশোর।দোষ গুন মানুষেরই হয় , ইসলামী সংগঠন ভুলের উদ্ধে নয়। দয়া করে ওই কিশোর কে কেউ গালি দিবেন না। কিশোরটির জন্য সবাই দোয়া করেন আল্লাহর কাছে। তার মেধা বুদ্ধি যেন মানবতার কাজে লাগে।

বিষয়: বিবিধ

১৩৩৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346963
২৩ অক্টোবর ২০১৫ রাত ১০:১৪
২৫ অক্টোবর ২০১৫ সকাল ০৫:১১
288240
শিকারিমন লিখেছেন : Surprised Surprised Surprised Surprised

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File