একটি ভি চিহ্ন ও লাল কাপড়ে মোড়ানো হত্যা পরওয়ানা।

লিখেছেন লিখেছেন শিকারিমন ০৯ ডিসেম্বর, ২০১৩, ০৮:০৮:২০ সকাল



এক আলেমের মুখে শুনা ঘটনা। এক রোজার ঈদ এর দিনের সকাল বেলার ঘটনা। মদিনার ঘরে ঘরে ঈদ এর আনন্দ। রাস্তায় লোকজন একে অপরের সাথে ঈদ এর আনন্দ বিনিময় করছে। কিন্তু এই আনন্দ দিনে খলিফা ওমর কে খুঁজে পওয়া যাচ্ছেনা। লোকজন খলিফা কে খুজতে খুজতে ওমরের বাড়িতে এসে হাজির। এই সময় খলিফা দরজা বন্ধ করে ঘরের ভিতরে অবস্থান করতেছেন। লোকজনের পিড়াপিড়িতে অবশেষে খলিফা ওমর দরজা খুলে বের হয়ে এলেন। কিন্তু একই খলিফার দু চোখে পানি। লোকজন তো অবাক। এই আনন্দের দিনে খলিফার দু চোখে পানি , বিষাদে পরিপূর্ণ। লোকজন জিজ্ঞাসা করলো হে আমিরুল মুমিনীন এই ঈদ এর দিনে আনন্দ এর বদলে আপনার চোখে পানি ? কোনো সমস্যা ? আমরা জানতে পারি কি ? খলিফা বলল হে আমার সাথীরা তোমরা ঠিকই বলেছ আজ তো আনন্দের কথা। কিন্তু আমি কিভাবে আনন্দ করব , আমি তো জানিনা , পুরো একমাস রোজা রাখার পর আমার রোজা গুলো আল্লাহ এর দরবারে কবুল হলো কিনা। আমার অতীত জীবনের গুনাহ গুলো আল্লাহ ক্ষমা করলো কিনা , তার কোনো খবর তো আমি এখনো পেলাম না। তাহলে কিভাবে আনন্দ করব , তাই আল্লাহর দরবারের কান্নাকাটি করতেছি আমার গুনাহ গুলো আল্লাহ যেন মাফ করে দেয়। লোকজন তো অবাক , যিনি কিনা দুনিয়ায় থাকতে বেহেস্তের সুসংবাদ পেয়েছিলেন। যাই হোক প্রিয় পাঠক আপাতত ঘটনা এখানেই শেষ। আসছি লেখার শেষের দিকে , প্রিয় পাঠক আপনাদের মনে আছে সেই দিনের কথা। যেই দিন মোল্লা সাহেবের যাবজ্জীবন রায় হলো। মোল্লা সাহেব ট্রাইবুনাল হতে বের হয়ে বিজয়ের চিহ্ন ভি প্রদর্শন করেছিলেন। কিন্তু কেন ? আজ পর্যন্ত যার উত্তর আমি খুঁজে পেলাম না। মোল্লা সাহেব কি সেই দিন আওয়ামী ট্রাইবুনাল হতে নির্দোষ প্রমানিত হয়েছিলেন ? নাকি মুক্তি পেয়েছিলেন। তাহলে কেন ভি চিহ্ন প্রদর্শন। কিসের বিজয় অর্জন করেছিলেন সেই দিন মোল্লা কাদের। তার পরের দিন ই প্রথম আলো পত্রিকা কাদের মোল্লার ভি চিহ্ন কে কোড করে সংবাদ করেছিল । তাতিয়ে দিয়েছিল তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনাধারী নষ্ট আওয়ামী বাম ঘরনার লোকজন কে। গড়ে উঠে নতুন এক শাহবাগ। পরিবর্তন হলো আইনের, এবং যার পরিনতি আজকের এই লাল কাপড় মোড়ানো হত্যা পরওয়ানা। প্রিয় পাঠক লেখা এখানেই শেষ। কষ্ট করে বুজে নিবেন হজরত ওমরের কান্না আর কাদের মোল্লার বি চিহ্ন প্রদর্শনের বিষয়টি।

বিষয়: বিবিধ

১৫৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File