কিছু কুসংস্কার ও বাস্তবতা।
লিখেছেন লিখেছেন শিকারিমন ০৬ ডিসেম্বর, ২০১৩, ০৮:৪৬:১০ সকাল
আমাদের সমাজে অহরহ কুসংস্কারের প্রবনতা দেখা যায়। বিশেষ করে আমরা যারা ছোট বেলায় গ্রামে বড় হয়েছি , কিংবা গ্রামীন সমাজের সাথে মিশেছি , তারা কম বেশি কিছু না কিছু কুসংস্কারের মুখোমুখি হয়েছি। এর মধ্যে কিছু কুসংস্কার দেখা যায় ধর্ম কে পুজি করে বা ধর্মের সঠিক শিক্ষার অভাবে। এবং কিছু কুসংস্কার দেখা যায় আগের কার আমলে মুরুব্বিদের কিছু আদেশ , নিষেধ এর কারণে। তবে এর মাজে আমাদের সমাজে কিছু কুসংস্কার প্রচলিত আছে যা কিনা বাস্তবে কখনো কুসংস্কার হিসেবে বিবেচিত হওয়ার কথা নয়। বাস্তবতা হলো এই সমস্ত সংস্কারের জনকেরা তাদের সংস্কারের পিছনের সঠিক ব্যাখা মানুষের কাছে তুলে ধরতে পারেনি বিধায় এই সমস্ত ভালো উপদেশ বা সংস্কার গুলো আজ অব্দি এই বিজ্ঞানের যুগে মানুষের কাছে কুসংস্কার হিসাবে গণ্য হয়ে আসছে। আসলেই এই সমস্ত কাজ বা উপদেশ গুলো মানুষের জীবনে সত্যি উপকার বয়ে আনে। যার দু একটি উদহারণ আমি তুলে ধরছি।
যেমন অনেকে বলে থাকেন ভাঙ্গা আয়না দিয়ে চেহারা দেখলে মুখে ব্রন উঠে। বিষয় টা হচ্ছে ভাঙ্গা আয়না দিয়ে চেহারা দেখা ঠিক নয়। আমার কাছে এর ব্যাখা হচ্ছে ভাঙ্গা আয়না যে কোনো সময় মানুষের জন্য ক্ষতিকর , কারণ এটি ধারা যে কোনো সময় হাত কাটা সহ যে কোনো কাটা জনিত দুর্ঘটনা ঘটতে পারে। যেহেতু আয়না ধারা মানুষ চেহারা দেখে , তাই চেহারায় ব্রন এর কথা বলে ভাঙ্গা আয়না ব্যবহার করতে নিষেধ করার ফন্ধি মাত্র। আরেকটি খুব প্রচলিত গ্রামের কুসংস্কার হচ্ছে রাতের বেলায় দোকানে সুই বিক্রি না করা, বিক্রি করলে ব্যবসার অমঙ্গল হয়। আমার কাছে এর ব্যাখা হচ্ছে সুই হলো ছোট্ট এক ধরণের ধারালো বস্তু , যদি এটি রাতের বেলায় দোকানে বিক্রি করতে গেলে দেখা যায় অনেক সময় আলোর অভাবে সুই হাতে ফুটতে পারে কিংবা হাত থেকে পড়ে
যেতে পারে , খুঁজে না পেলে মানুষের পায়ে ফুটতে পারে। মানে হচ্ছে মানুষের অমঙ্গল হওয়ার সম্ভাবনা আছে বিধায় রাতের বেলায় সুই বিক্রিতে নিরুত্সাহিত করা হয়। এছাড়া ও আরো অনেক বিষয় আছে যা কখনো আমাদের জন্য কুসংস্কার নয় , বরং আমাদের জন্য খুব ই প্রয়োজনীয় শিক্ষা। আজকের এই আধুনিক সমাজে এসে আমরা অনেক পুরনো পুরনো বিষয় কে সেকেলে ও কুসংস্কার বলে ফেলে দেই, যা আসলে বাস্তবতার নিরিখে ঠিক নয়। তাই আমাদের কোনো পুরনো বিষয় বা উপদেশ গ্রহন বা বর্জন করার পূর্বে এর সঠিক ব্যাখা অনুধাবন করা উচিত।
ইনসাল্লাহ পরবর্তিতে আরো কিছু বহুল প্রচলিত সংস্কার অথবা কুসংস্কার বিষয়ে লিখার ইচ্ছে পোষণ করছি।
বিষয়: বিবিধ
২২৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন