থুথু থেকে পিস্তল !!!!!!!
লিখেছেন লিখেছেন শিকারিমন ০৬ ডিসেম্বর, ২০১৩, ০১:২৬:০০ রাত
উনি একজন সোলজার ছিলেন। প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ পদে তিনি আসীন ছিলেন। ভয় কে তিনি জয় করা শিখেছেন এবং শিখিয়েছেন। প্রতিরক্ষা বাহিনীর অন্যতম মূলমন্ত্র সে কথাই বলে। কিন্তু আমাদের সেই সোলজার সাহেব তেলা পোকা কিংবা গিরগিটি কে ভয় পেতেন কিনা জানিনা। তবে তিনি থুথু কে মারাত্মক ভয় পেতেন। মানুষের থুথু থেকে বাচতে তিনি একবার নির্বাচনে গেলেন , আরেকবার সেই থুথু হতে নিজেকে রক্ষা করতে নির্বাচন বর্জন করলেন। আমরা অসাধারণ মানুষ গুলো আজ ও বুজলাম না সেই থুথুর মাজেজা। তবে ডিজিটাল এই যুগে তিনি ফিরে এসেছেন থুথু থেরাপি থেকে। আগে তিনি থুথুর ভয়ে তটস্থ ছিলেন। এখন তিনি পিস্তলের ভয় দেখাচ্ছেন। জনগণ গণ কে নয় বরং নিজেকে তিনি ভয় দেখাচ্ছেন। সব গুলো পিস্তল লোড করে রেখেছেন।সরকার মহোদয় যদি উনাকে নিয়ে তেরিবেরি শুরু করে তাহলে তিনি পিস্তল থেরাপি নিজের উপর প্রয়োগ করবেন। কিন্তু চিন্তার বিষয় , পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারলাম সরকার মহোদয় নাকি উনার পিস্তলের লাইসেন্স কেড়ে নেয়ার হুমকি দিয়াছেন। আওয়ামিলিগ সরকারের নিকট আমাদের অনুরোধ দয়া করে আপনারা ওনার পিস্তলের লাইসেন্স কেড়ে নিবেননা। ওনার সাথে আপনারা একটু তেরিবেরি করেন। আর ওনাকে পিস্তল থেরাপি কার্যকর করতে একটু সহযোগিতা করুন। মানুষ তো সোলজার সাহেবের কথাকে বিশ্বাস করতে চায়না। কারণ তিনি এইবার আত্মহুতি দিয়া প্রমান করিবেন , আমার কথার উপর বিশ্বাস করা যায়। আর আমরা এই রকম অতি নাটকীয় দৃশ্য দেখার অপক্ষা করছি।
বিষয়: বিবিধ
১৫৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন