প্লিজ আমার ২ টা এ কে ৪৭ রাইফেল দরকার !!!!!!
লিখেছেন লিখেছেন শিকারিমন ০৩ ডিসেম্বর, ২০১৩, ০৭:৫১:৩৩ সকাল
প্রিয় পাঠক , কোনো সহৃদয় বান সন্ত্রাসী , কিংবা কোনো অস্র বিক্রেতা আছেন কি প্লিজ আমাকে
২ টা এ কে ৪৭ অথবা তার চেয় ভয়াবহ কিসিমের রাইফেল যোগাড় করে দিবেন। আমার খুব দরকার। তবে খোদার কসম করে বলছি আমি এগুলো কখনো ইউজ করবনা। ভাইরে সত্যি কথা বলতে কি আমি এগুলো কিভাবে ইউজ করতে হয় সেটা ও জানিনা। ভাই আমার উদ্দেশ্য খুব ই মহত। আমাদের মাজে কেউ কেউ ইদানিং কালে কথিত সন্ত্রাসী লাদেন , জওয়াহিরি , মত গোপন জায়গা হতে প্রতিপক্ষের জন্য চরম ভিডিও বার্তা প্রেরণ করছেন। কিন্তু ভিডিও গুলো আমাদের কাছে কেমন কেমন পানসে লাগছে , কিংবা প্রতিপক্ষের কাছে আতঙ্ক জনক ভিডিও হিসাবে পরিগণিত হচ্ছেনা। এর মূল কারণ হচ্ছে কথিত লাদেন কিংবা জাওয়াহিরির যখন প্রতিপক্ষের জন্য কোনো ভিডিও বার্তা প্রেরণ করত , তখন তাদের দুই পাশে দুটো ভয়াবহ কিসিমের অস্ত্র তাক করা থাকত। যা দেখা মাত্রই ভিডিও টার চরমত প্রকাশ পেত। বর্তমানে কিছু অবলা রাজনৈতিক আবাল আওয়ামীলীগের জন্য গোপন জায়গা হতে চরম ভিডিও বার্তা প্রেরণ করছেন। কিন্তু তাদের আসপাস অস্ত্র মুক্ত থাকায় গোপন ভিডিও খেলা টা জমছেনা। এবং আমরা যারা লাদেন , জাওয়াহিরিদের ভিডিও গুলো মিডিয়া তে দেখেছি , তাদের কাছে এই ভিডিও বার্তা গুলোকে এতিম এতিম মনে হচ্ছে। তাই আমাদের অনুরোধ আপনাদের নেক্সট ভিডিও বার্তা তে অবশ্যই যেন দুটো রাইফেল আবাল সরি অবলা সালাউদ্দিনের দু পাশে তাক করা থাকে। যদি সম্ভব হয় আপনাদের মুখে গুলো কালো কাপড় দিয়ে ডেকে নিবেন। তাহলে হয়ত আমরা একটু মজা পাব।
অবস্য আপনারা যদি অরজিনাল যোগাড় করতে না পারেন , সমস্যা নাই দুটো খেলনা রাইফেল হলেও চলবে। খবরদার ভুলে ও সেটা বলা যাবেনা। আর যদি নাই পারেন তাহলে আপনাদের সেই অজ্ঞাত গোপন জায়গার ঠিকানা টা কে গোপন ভাবে জানিয়ে দিবেন । তাহলে আমি ইনসাল্লাহ নির্যাতিত মানুসের পক্ষ হতে আপনাদের জন্য দুটো এ কে ৪৭ রাইফেল পাঠিয়ে দেব। যাতে করে অভিনয় গুলো আরো সুন্দর, আরো ন্যাচারাল , আরো পারফেক্ট মনে হয়। তাই পাঠক দের কাছে আমার অনুরোধ কোথায় ও যদি এ রকম দুটো রাইফেল ,( খেলনা হলে ও চলবে ) পাওয়া যায়, প্লিজ আমাকে দয়া করে খবর টা জানাবেন।
বিষয়: বিবিধ
১২২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন