ব্রেকিং নিউস , সরকার বিশেষ অধ্যাদেশ ঘোসনার মাধ্যমে বি এন পি কে হিজরা দল হিসাবে নিষিদ্ধ ঘোসনা করলো।
লিখেছেন লিখেছেন শিকারিমন ০২ ডিসেম্বর, ২০১৩, ০৮:৩৪:৪০ সকাল
ইতিমধ্যে হয়ত পাঠক গণ জেনে গেছেন আওয়ামিলিগ সরকারের এই বিশেষ ঘোষণা , বি এন পি নিষিদ্ধ ।একদলীয় বাকশাল কায়েমের লক্ষে আওয়ামিলিগ এরই মাঝে তাদের ময়দানি আন্দোলনের সবচেয়ে বড় প্রতিপক্ষ জামাত শিবির কে এক প্রকার দৌডের উপর রাখছেন। জামাত শিবিরের প্রায় টপ টু থার্ড লেভেল পর্যন্ত কারাগারে বন্ধী। বাকি যারা আছেন তাদের উপর ভর করেই জামাত শিবির এখন পর্যন্ত
আওয়ামীলীগের গলার কাটা হিসাবে মাঠে ময়দানে প্রতিনিয়ত আবির্ভূত হচ্ছে। হয়ত এক্ষেত্রে অনেক সময় জামাত শিবির তার আদর্শিক লাইন হতে বিচ্যুত হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে। যে দলের প্রথম হতে তৃতীয় সারি পর্যন্ত নেতা গণ জেলে বন্ধী সেই দলের তরুণ কর্মী , নেতাদের আন্দোলন হতে বিরত রাখতে সরকারের পুলিশ বাহিনী রীতিমত চরম তটস্থ।
আর বিপরীতে যে দল টি তিন বারের ক্ষমতার অধিকারী। যে দলটির বেশিরভাগ নেতা কর্মী রা এখনো জেলের বাইরে। যাদের অৰ্থ, যাদের জন সমর্থন এখনো দেশের প্রায় অর্ধেকের ও বেশি। সেই দলটির একজন বিবৃতিবাজ নেতা গ্রেপ্তার হওয়ার সাথে সাথে বাকিরা উদাও গ্রেপ্তার এডাতে। কি বিচিত্র প্রজাতির এই বি এন পি। অবশেষ এ সার্চ কমিটির মাধ্যমে বি এন পি পেয়ে যায় আরেক মহা বিবৃতিবাজ সুদর্শন নেতা। কিন্তু তিনি আবার প্রকাশ্যে আসতে চরম লজ্জা পান। লাজুক নেতা
বটে। তাই আওয়ামিলিগ তাদের প্রেস্টিজ ইস্যু ধরে রাখতে , ময়দানি যুদ্ধে একদল হিজরা মার্কা দলের সাথে যুদ্ধে নেমে তাদের পুরুষত্বের অপমান রোধে বি এন পি কে রাজনীতির হিরজা দল ঘোসনা করে , বাংলাদেশ হতে তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোসনা করলো।
বিষয়: বিবিধ
১৫১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন