আওয়ামী লীগের শক্তির আহবান !! বিএনপি সাড়া দেবে কি ?
লিখেছেন লিখেছেন শিকারিমন ০১ ডিসেম্বর, ২০১৩, ০৮:২৯:০৭ সকাল
অবেশেষে শেখের কইন্না দেশ ও জাতির মহা কল্যাণ ও শান্তি কামনার বাসনায় নপুংসুক বি এন পি কে যুদ্ধের আহবান জানিয়েছেন। জানিনা হিজরার দল সাড়া দেবে কি। আমার এক বন্ধু খবর টা দেখে বলল, এই দেখলি প্রধান মন্ত্রীর কেমন উস্কানিমূলক কথা। উনি কার বিরুদ্ধে শক্তি দেখাতে চান ? আমি বললাম কেন ? অবাক হলি নাকি। বন্ধু টি বলল এটি কি তার মুখে মানায়। কেন কেন , বললাম মানবেনা কেন ? যেখানে দেশ আজ চরম দুর্যোগ আর হানাহনিতে লিপ্ত , মানুষের জীবনের মুল্য আজ বাংলা লিংক দামের চেয় ও কম , সেখানে তার মুখে উস্কানির আহবান। মেনে নয়া যায়না, বন্ধু টি বেশ হতাশার সঙ্গেই বলল। আমি বন্ধু টি কে বললাম,এই তার ছেড়া নারীর মুখে অনেক কিছুই মানায়। যেটি হয়ত একজন প্রধান মন্ত্রীর মুখে শোভনীয় নয়। কিন্তু এই জাতির বড় দুর্ভাগ্য এই জাতীয় তার ছেড়া ওয়ালী এই জাতির প্রধান মন্ত্রী। যে নারী একজন এর বদলে দশ জন কে খুন করতে বলে , লগি বৈঠা দিয়ে মানুষ খুন করতে নির্দেশ দিতে পারে তার পক্ষে এ জাতীয় শক্তির আহবান অতি মানানসই। কিন্তু আমাদের প্রশ্ন বি এন পি সাড়া দেবে কি। নাকি এসি রুমে বসে বসে ক্ষমতা লাভের প্রহর গুনবে। আর টক সোতে গিয়ে ফাটিয়ে ফেলবে বলে টিভির পর্দাই ফাটিয়ে দেবে।
বিষয়: বিবিধ
১৩৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন