দেশ প্রেমিকের আক্ষেপ !!!
লিখেছেন লিখেছেন শিকারিমন ৩০ নভেম্বর, ২০১৩, ০৩:১৯:০৬ রাত
নাহ ! আমরা মেনে নিতে পারিনা। এটা মেনে নয়া যায়না। জাতি আজ বাকরুদ্ধ। শোকে কাতর আজ বাংলার ষোল কোটি মানুষের কোমল হৃদয়। সরি , রাজাকার দের ছাড়া বাকি হৃদয় গুলো। এই কি আমাদের দেশ প্রেমের পুরস্কার। এই দেশ প্রেমিক উপাধি পাওয়ার জন্য কি না করেছেন তিনি।
স্বদেশ ছেড়ে ভিন দেশের মাটিতে দিয়েছেন দৌড় প্রতিযোগিতা। ওবায়দুল কাদেরের মত দেশ সেরা দৌড় বিদ কে হারিয়েছিলেন তিনি। তিল তিল করে গড়ে তোলা দেশ প্রেমের সেরা নজরানা দেখিয়েছিলেন তিনি পদ্ধা সেতু নির্মানে বাধা হয়ে দাড়িয়ে। রাজাকার দের পরিকল্পনায় দেশের কোটি কোটি টাকা তিনি ডুবাতে দেননি পদ্ধার জলে। শুধু তাই নয় রাজাকার দের পরিকল্পনা ছিল পদ্ধার উপর সেতু নির্মানের নামে নদীর অবাধ পানি প্রবাহ কে বাধা গ্রস্থ করে বাংলাদেশ কে মরুভূমিতে রুপান্তরিত করা। রাজাকার দের এই দেশ বিরোধী পরিকল্পনা কে তিনি কিঞ্চিত ইয়ের মাধ্যমে নস্যাত করে দিলেন। ( ইয়েটা সিক্রেট থাকলো ) তার দেশ প্রেমের সঠিক মূল্যায়ন করেছিলেন দেশ প্রেম মূল্যায়ন কমিটির সম্মানিত সভানেত্রী। তিনি পেয়ে যান অতীব মূল্যবান দেশ প্রেম সার্টিফিকেট। ভুষিত হন দেশ প্রেমিক উপাধিতে। দেখিয়ে দিলেন বিশ্বকে। দেশ প্রেম কাকে বলে। শুদু মাত্র শত্রুর সাথে যুদ্ধ করলেই দেশ প্রেমিক হওয়া যায়না। লাগে আরো অনেক কিছুই। কিন্তু হায় এই সার্টিফিকেট ধারী দেশ প্রেমিকের কি হলো। পাননি তিনি আগামী নির্বাচনের টিকিট। দেশের জন্য অত গুলো ভালবাসা কি মাটি হয়ে গেল। আর এই সার্টিফিকেট। তাহলে কি সার্টিফিকেট কি ভুয়া। নাহ ! তিনি ভাবতে পারেননা। তাহলে কিসের জন্য তার আজ এই পরিনতি। গভীর চিন্তায় দেশ প্রেমিক। শামিম ওসমান তার চেয়েও বড় দেশ প্রেমিক !! কি এমন গোপন রহস্য। ভাবতে ভাবতে গোপন রহস্যের জট খুলে গেল দেশ প্রেমিকের কাছে। দেশ প্রেমিকের বড় আক্ষেপ !! ইস আমিও যদি দু এক টা তকি কে শেষ করে দিতে পারতাম , যদি পারতাম অস্র আর পেশী শক্তির জোরে দেশের একটি অঞ্চল কে সন্ত্রাসের জনপদে পরিনত করতে। যদি পারতাম সন্ত্রাসের গড ফাদার হতে। এটি তো আজ আমার নেত্রীর বড় প্রয়োজন।
বিষয়: বিবিধ
১১২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন