প্রসব বেদনা কি শুরু হয়ে হয়ে গেল ?
লিখেছেন লিখেছেন শিকারিমন ২৭ নভেম্বর, ২০১৩, ০২:২২:৪৮ রাত
কষ্ট নামক বেদনা দুনিয়ার কোনো সুস্থ কিংবা মানসিক বিকারগ্রস্থ জীবের নিকট খুবই অনাকাংখিত বিষয়। জীব সবসময় এডিয়ে চলতে চায় কষ্ট থেকে। কিন্তু একটি কষ্ট খুবই কাঙ্খিত।
যিনি পাবেন তিনি ও অপেক্ষায় থাকেন সেই মধুর কষ্টের জন্য। আর সজন রা তো অস্থির এক আনন্দ ক্ষণের অপেক্ষায়। মায়ের প্রসব বেদনা। কষ্ট শেষ ,শুরু হয় আনন্দ আয়োজন। গত ৫ টি বছর বাংলাদেশ আওয়ামীলীগের এক চরম দুঃশাসনের যাতাকলে পিষ্ট হচ্ছিল প্রতিনিয়ত। ক্ষমতা আর লুটের রাজনীতি আওয়ামিলিগ কে বানিয়ে দিয়াছে এক দানবীয় জন্তু তে। ক্ষমতার মসনদ ধরে রাখতে খালি করেছে একের পর এ মায়ের কোল। পুরো দেশটাকে পরিনত করে দিয়েছে কারাগারে। প্রিয় বাংলাদেশ জানি তোমার খুব কষ্ট হচ্ছে। আমরা সাধারণ জনগণ তো খুব কষ্টে আছি তোমায় বুকে ধরে। প্লিজ একটু সময় বাকি , অন্তিম বেদনা তোমার শুরু হয়েছে। মুক্তির লাল সূর্য উঠবেই। মুক্তি পাবে তুমি। আর তোমার মুক্তির সেই সোনালী ক্ষণের প্রতিক্ষায় ।
বিষয়: বিবিধ
১০৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন