আফটার তফসিল ওয়ান কট আউট।
লিখেছেন লিখেছেন শিকারিমন ২৬ নভেম্বর, ২০১৩, ১২:৪৯:৩৩ রাত
এত দিন শুনে এসেছি তফসিল ঘোসনার পরবর্তী সময় হতে আইনশৃঙ্খলা বাহিনী মোটামুটি ভাবে কিছুটা নিরপক্ষ হবে। মাজে মাজে কেন জানি আমরা এগুলু বিশ্বাস ও করি। কিন্তু লাউ আর কদু যে সবসময় একই হয় , সেটি বুজতে আমাদের সমস্যা। বিশেষ করে খেলার মাঠে আপনার প্রতিপক্ষ যদি আওয়ামিলিগ হয়। তাহলে কিন্তু টস করতে যাবার আগে আপনাকে কিন্তু খেলার মাঠ সম্পর্কে যথেষ্ঠ হোমওয়ার্ক করতে হবে। কারণ আওয়ামিলিগ শুদু মাত্র প্লেয়ার দিয়ে মাঠে খেলনা। তারা খেলার আগে তাদের মত করে মাঠের পিচ ঠিক করে নে। রেফারির সাথে ও কিন্তু সম্পর্ক টা ভালো রাখে। আর ধারাভাস্যকার তো আছেন তাদের পক্ষে বলার জন্য। তো সাধু সাবধান। দেখলেন তো
মাত্র খেলার সিডিউল ঘোসনা হলো , আর আওয়ামীলীগের খেলা মাঠের বাহির হতে শুরু হয়ে গেল । হান্নান শাহ মাত্র একটা স্লোয়ার ডেলিভারিতে কট আউট। যদি তাদের সাথে খেলতে মাঠে নামেন , তাহলে বুজবেন তারা কেমন দল। মাঠে নামলে মুখোমুখি হবেন সোয়েব আক্তারের বাউন্সারের শিকার , হেলমেটে ও কাজ হবেনা। মুরালি আর আজমলের দুসরা আর তেসরা না হয় মোকাবিলা করলেন। কিন্তু আম্পায়ার এর মোকাবিলা কিভাবে করবেন। উনি কিন্তু আপনার ব্যাট এ বল লাগুক আর নাই লাগুক তর্জনী তুলার অপক্ষায় আছেন। আর এই সব সামলানোর মত প্লেয়ার আপনাদের আছে কিনা আমরা জানিনা। আর যদি মাঠে না নামেন , তাহলে কিন্তু খেলা পরিচালনা কমিটি প্রতিপক্ষ দল কে ওয়াক ওভার দেয়ার অপেক্ষায় আছে। আর প্রতিপক্ষ আওয়ামিলিগ কিন্তু ওয়াক ওভারের অপক্ষায় আছে। আর সেটার ই ইংগিত শুরু হলো আফটার তফসিল হান্নান শাহ কট আউট এর মাধ্যমে।
বিষয়: বিবিধ
১১১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন