মির্জারা এমন কেন ???????

লিখেছেন লিখেছেন শিকারিমন ২৫ নভেম্বর, ২০১৩, ০৭:২২:১৪ সকাল



তথ্য বাবার কাছে অনেক চমক আছে। মানে আমাদের জয় কুমার। উনি বলেন ও মাঝে মাঝে। আমরা বোকা মানুষ গুলো অধীর আগ্রহে বসে থাকি , কিন্তু দেখাননা। ঠিক সাপুড়ে দের মত। সাপের খেলা দেখাবেন বলে বলে তাবিজ,কবজ, লতা,পাতা, বিক্রী করে, অবশেসে খেলা না দেখিয়ে বিদায়। কিন্তু বিএনপি চমকের কথা না বললেও দেখিয়ে যান নিরন্তর। গতকাল হতে টিভি , পত্রিকা , অনলাইন প্রায় সব জায়গায় খবর রটে যায় মির্জা আর আশরাফের মাঝে একান্ত গোপনীয় বৈঠক। সরকারের পক্ষ হতে বৈঠক এর কথা স্বীকার করলেও আমাদের মির্জারা বেমালুম অস্সীকার। মনে হয় যেন এমন কোনো গোপন প্রনয় সমাজ জানলে মহা সমসা। কিন্তু আসল চমক রেখে দিলেন হান্নান শাহ। উনি বললেন সংলাপ হয়েছে কিন্তু আশানুরূপ নয়। এবং কি কি বিসয় নিয়ে দুজনের কথা হলো মোটামটি সেটি ও বললেন। কিন্তু আসলের উপর আসল চমক দিল রিজবী সাহেব , স্থায়ী কমটির লোক হান্নান সাহেবের বক্তব্য কে ভুল বলে আক্ষা দিয়ে দিলেন প্রেস বিজ্ঞপ্তি। কিছুক্ষণ পর হান্নান সাহেব ও বেমালুম অস্সীকার করলেন তার আগের বক্তব্যের কথা। এই মিথ্যাচার ও লুকোচুরির চমক আবার মনে করিয়ে দিল মির্জাদের রাজনেতিক দেউলিয়াত্ব। কেন এই মিথ্যাচার। আমরা জানি আপনাদের নাটকীয় আর লুকোচরির সংলাপ কখনো ফলপ্রসু হবেনা। আমরা তো এর আগে দুইজন মরহুম নেতার সংলাপ দেখেছি। মির্জা সাহেব বললেই তো পারতেন আলোচনা মাত্র শুরু হলো সামনে অনেক পথ বাকি। তা না করে তারা করলেন লুকোচুরি। এমনিতে তারা আন্দোলেন এর ডাক দিয়ে মাঠে থাকেনা। তো মির্জা দের মনে রাখা উচিত এই দেশের মানুষ শুদু মাত্র হিন্দুস্তানি দালাল আওয়ামিলিগ কে ঘের্না করে বিদায় , জিয়ার দল হিসাবে বারবার আপনাদের ভোট দেয়। আর সে বেসি দুরে নয় , জনগণ কিন্তু আওয়ামীলীগের বিকল্প হিসাবে নুতুন কোনো দেশ প্রেমিক শক্তি কে ভাবতে শুরু করবে। অন্ধকার যত ঘনীভূত হচ্ছে , আলোর আভা তত নিকটবর্তী হচ্ছে। বাংলাদেশ এখন সেই ক্রিষ্ণপ্রহর অতিক্রম করছে।

বিষয়: রাজনীতি

১১২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File