মির্জা সাহেব থামলে ভালো লাগে।
লিখেছেন লিখেছেন শিকারিমন ২৩ নভেম্বর, ২০১৩, ০৭:১৩:৫৫ সকাল
আমার এক জেঠাত ভাই প্রায় আমাদের এই গল্প টি বলত। এক কৃষকের ঘরে রাতের বেলায় এক চোর চুরির জন্য প্রবেশ করলো। কৃষকের স্ত্রী বিষয় টি টের পেল। সে তার স্বামী কে বলল চোরের কথা। কৃষক তার স্ত্রী কে বলল চুপ থাক দেখি চোরা কি করে। বেচারী স্ত্রী চুপ হয়ে গেল। চোর ধীরে ধীরে ঘরের আলমারির দিকে এগিয়ে যেতে লাগলো। বেচারী স্ত্রী সব হারানোর আশঙ্কায় আবার কৃষকের দৃষ্টি আকর্ষণ করলো। কৃষকের স্ত্রী আবার ও তার স্ত্রী কে থামিয়ে দিয়ে বলল জোরের সাথে দেখি চোরা কি করে। একসময় চোর কৃষকের ঘর হতে তাদের গচ্চিত সব মূল্যবান জিনিসপত্র নিয়ে বের হয়ে যাচ্ছিল। বেচারী স্ত্রী আর চুপ থাকতে পারলনা। আর্তনাদ করে বলে উঠলো ওগো দেখনা সব তো নিয়ে যাচ্ছে। স্ত্রীর আর্তনাদে কৃষক বিছানা হতে নেমে আসলো , আর হাতের জামা হাতা গুটাতে গুটাতে আবারো স্ত্রী কে লক্ষ্য করে বলল দেখি চোরা কি করে। কৃষক বেটা চোর দেখতে দেখতে এক সময় চোরা ঘরের সব কিছু নিয়ে চম্পট দিল। দেখতে দেখতে কৃষকের আর কিছুই করা হলনা। গল্প টা মনে পড়ল এই কারণে। আজ শুক্রবার ১৮ দলের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেবের সেই পুরনো রণ হুঙ্কার , তফসিল ঘোষণা করার সাথে সাথে দেশ অচল করে দেয়া হবে। জনাব ফখরুল আমরা অনেক দেখেছি , অনেক শুনেছি। আন্দোলনের পর আন্দোলন। এই ৫ বত্সরে কতবার যে আপনারা হাসিনা সরকারের পতন ঘটালেন , তার জন্য এই বাংলাদেশর অসহায় নির্যাতিত মানুষেরা আপনাদের কাছে অনেক ঋণী. মির্জা সাহেব দয়া করে আর আমাদের ঋণী করবেননা। আপনাদের দোহাই লাগে। মানুষের রক্তের উপর ঘুমিয়ে থেকে আপনারা সপ্ন দেখুন ক্ষমতার মসনদ। আর সেই কৃষকের মত অপক্ষায় থাকুন আর বলুন , দেখি আওয়ামিলিগ কি করে।
বিষয়: বিবিধ
১২৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন