কেউ নেই-শুধু স্মৃতি পড়ে আছে ধ্রুব তৌহিদ
লিখেছেন লিখেছেন তৌহিদ ১৮ অক্টোবর, ২০১৪, ১২:০২:২৭ দুপুর
বহুক্রোশ পরে গিয়েছিলাম নাটোরে একবার
বার বার ঘুরে ফিরে হেরিলাম লালনের মাজার।
পাশেই পদ্মার উপর বয়ে গেছে তাঁর নামে সেতু
যোগাযোগে অগণিত মানুষের উহা যেন মিতু।
আরো দূরে ছুটিলাম, গেলাম নাটোরের রাজবাড়ি
হেরিলাম রাজা নাই, রাণী নাই গিয়েছে সবি ছাড়।
ঢুকিলাম বনলতার বাসর ঘরে
সন্ধ্যালগ্নে যেন একটা প্রদীপও না মরে।
হেরিলাম সেই দিঘী আর পদ্ম পাতা
নেই সেই রাজ হাঁস আর নেই বনলতা।
যে ঘাটে বসিত বনলতা সে ঘাট অদ্য খাঁ
আমি বসিলাম কাউকে দেখিলাম না।
বনলতা সেন সেই কবে চলে গেছে
শুধু তাদের কীর্তিগুলো থরে-বিথরে মরে যাচ্ছে।
অাবার ছুটি জীবনান্দের গৃহের খোঁজে
খুঁজতে খুঁজতে মোদের অক্ষিদুটি বোজে।
শুনিলাস সেই কবে প্রস্থান করিল পরপারের কোলে
আজও যেন তার আত্মা ভাসে ধানসিড়ির জলে।
আর্ষীষ করি শান্তিময় হোক তোমাদের আত্মা
আমিও যে হতে চাই তোমাদের এক ভ্রাতা।
বিষয়: সাহিত্য
১৩৪৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন