একুশ অব্দ ধ্রুব তৌহিদ
লিখেছেন লিখেছেন তৌহিদ ১৭ অক্টোবর, ২০১৪, ১১:২৩:৪৬ রাত
আজ এই ক্ষণে - হেরি জনে জনে
গগনে উঠিছে মেঘ - নেই কারো বেগ
ছুটিছে সকলে একি তালে - সম্মুখে অাঁখি মেলে
সবি যেন একি পণে - কি যেন মনে মনে
নিশীথে ছেঁয়েছে মেঘ - উঠিছে ঝড়বেগ
উঠিছে সকালে - মুক্ত ঘটিছে বিকালে
শুধু আমি হেরি - শ্রাবণের মুষুল বারি
সারাক্ষণ যেন টুপটাপ - যেন সবাই চুপচাপ
চারিদিকে বারির শব্দ - অদ্র মোর একুশ অব্দ
ফুটিছে ফুল চেরি - আবার ফুটিছে মেরি
তুমি যেন শুদ্ধ - উপাংশের লব্দ
পড়িতে পড়িতে ছুটি - পরপারের বেঁধেছি জুটি
মরি মরি আহা মরি - শুন্য হস্তে কি যে করি
নিয়েছি কাশি কেশে - ক্ষণিক হেঁসে
হেঁসেছে অদ্য টুটি - হতে পারে আজি ছুটি
নেও নেও সকলে বরি - মহাকালে ছুটিছে এ তরী
নিয়েছে শেষে - মোরে ভালবেসে।
বিষয়: বিবিধ
১৩৯৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন