কবিতা
লিখেছেন লিখেছেন তৌহিদ ২০ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:৩৬:২১ বিকাল
উপভোগ
ধ্রুব তৌহিদ
আমি যে দিন হারিয়ে যাব তুমি রবে না পাশে
সে দিন তোমার বাসর ছিল চাঁদ ছিলনা কাছে।
মেঘলা দিনে মেঘলা আকাশ বৃষ্টি ঝরে ঝর
ঠান্ডা হওয়ায় হাত-পা কাঁপে থর থর।
পূণিমার রাতে চাঁদের আলোয় বসেছিলে বাগানে
ফুলেরা যেন কথা বলছিল কানে কানে।
বেলি, হাসনার সুভাস আসছিল দখিনা পবনে
উপভোগ করেছিলে পূণিমার জোসনার সনে।
হালকা হাওয়ায় নড়ছিল গাছের ডাল - পাতা
হঠাত বৃষ্টি এল ছিল না কোন ছাতা।
শূন্য হল আজি আমার জীবনের খাতা
বন্ধু আমি জোসনার আলোয় দিলাম একটা আতা।
বিষয়: বিবিধ
১৩৩৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হঠাত বৃষ্টি এল ছিল না কোন ছাতা।
পথ চলবেন ছাতা নিবেন না তা কি করে হয়।
মন্তব্য করতে লগইন করুন