মানবধিকার

লিখেছেন লিখেছেন তৌহিদ ১৪ আগস্ট, ২০১৪, ০৯:৪১:০৩ সকাল





কোন জাতিকে ধ্বংস করতে হলে সে জাতির বুদ্ধিজীবি এবং শিশুদের হত্যা করো। যেটা করেছিল পাকিস্তানি বর্বর বাহিনী ১৯৭১ সালে। আজ করছে ইসরায়েল(ইহুদী) ফিলিস্তিনদের উপর। দ্বিতীয় বিশ্ব যুদ্ধে হিটলারের কাছ থেকে বেঁচে যাওয়া কিছু সংখ্যক ইহুদী গোষ্ঠী। জাতিসংঘ ও শক্তিশালী রাষ্ট্রগুলো বরাবরই মানবধিকার নিয়ে কথা বলে আসলে তাদের নিজেদের ও কোন মানবধিকার নেই। যে আগামী দিনের ভবিষ্যত তাকে আজ বোমা বা কামানের আঘাতে মরকে হচ্ছে।

মূলতঃ মানবধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তার নিজেদের স্বার্থ হাসিল করে। মধ্যপ্রাচ্যকে অশান্তিতে রাখার জন্য যুক্তরাষ্ট্র ইসরাইলকে নিজেরা তৈরি করেছে নিজেদের স্বার্থে। তাই তাদের সাথে কোন আপোস হতে পারে না।

বিষয়: সাহিত্য

১২৩৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254156
১৪ আগস্ট ২০১৪ সকাল ১০:০৬
কাহাফ লিখেছেন : মানবতা আজ...............?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File