কবিতা
লিখেছেন লিখেছেন তৌহিদ ০৬ মার্চ, ২০১৪, ০১:৪০:৫৮ দুপুর
অশুভ
ধ্রব তৌহিদ
আমার জন্ম কোন শুভ উৎস বা লগ্ন হতে নয় তাই,
আসতে পারেনি বসন্তের দখিন পবনের সাথে
আমি সমস্যা তাই অশুভ ছায়া ঘুরপাক খায়
যেখান দিয়ে যায় ধ্বংস করে যাই।
আমার জন্ম বৃষ্টির রিমঝিম ধারায় নয় তাই,
সেই আমি যেটা সকলের কাছে ভয়ংকর
আমি বিজলীর ঝলক, ভূ ও আকাশ কাপানো শব্দ
যেখানে যায়, সেখানে ঐ একই পরিচয়।
আমার রিকটার স্কেল সম্পর্কে সবাই অজ্ঞ তাই,
সুইয়ের মতো আসি, আর করি হ,জ,ব,র,ল
সবাই অভিশাপ দেয় আর ঘৃণা করে
আমার কি দোষ, এটাইতো আমার কাজ।
আমি সমুদ্রের অশান্ত ঢেউ হতে সৃষ্টি তাই,
কেউ আমাকে বুঝতে চেষ্টা করে না
সবাই বর্বরের মতো চলে, নির্যাতন করে
তাই, সিডর, সুনামি আমার সাধারণ রুপ।
আমি মরুভূমির উড়ন্ত ধূলিকণা ও মরিচীকা তাই,
ধূলিঝড়ের মাঝে কেউ খুঁজে পায় না
যেখানে মরুভূমি আছে সেখানকার প্রাণী বুঝে
আমি কি? আমি তাদের অভিশাপের ছায়া।
আমি গোলাপ, পদ্ম এমনকি বেলী হাসনা নই তাই,
আমার গন্ধে সর্পরাণী, পরিরাণী কেউ আসে না
আমি ডিম পচা কিংবা ৭১ এর লাশের গন্ধ
যেখান দিয়ে যায়, সেখানে দিয়ে মহামারী বয়।
আমি বেদুঈন, তাই আমার কোন ঘর নাই তাই,
যে কুলেই যায়, সে কুলেই কিছুনা কিছু হয় ক্ষয়
কেউ বুঝতে পাবেন আমার গতির কথা
নিমিষের মাঝে যায় আর পেছনে হয় প্রলয়।
আমি ভাইরাস, তাই ছড়ায় নেটওয়ার্কের মতো
সবাই চেষ্টা করে আমাকে তাড়ানোর জন্য
কিন্তু , বৃথা চেষ্টা, বাম-ডান, উপর-নিচ হতে আসি।Click this link
বিষয়: বিবিধ
১১৬৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন