শরতের একদিন ধ্রুব তৌহিদ
লিখেছেন লিখেছেন তৌহিদ ০৫ মার্চ, ২০১৪, ১১:২২:৫০ সকাল
এসেছে অদ্য এসেছে শরৎ বেলা
খঁজেছি বসুধার বহুক্রোশ যাকে
পেয়েছি তাকে এই শরতের বাঁকে
স্নিগ্ধ হাওয়ায় কাশফুল করছে খেলা।
বলেছি তাকে কথারও ফাঁকে
শিহরিত কোমল মনের কথা
ঘুরেছিনু এতদিন বহুক্ষণে অযথা
রঙিন চিত্তসুখ নয়নের কোনে আঁকে।
কথার শেষে জন্ম নেয় কত কথা
প্রেম সুখে ব্যাথা করে মোর বক্ষে
রইব, লড়ব আজীবন প্রেমপক্ষে
অনন্ত সহযোগী তুমিতো প্রেমলতা।
শরতের এই ধবল কাঁশবনে
শুধু প্রেমলতাকেই বারংবার মনেপড়ে
স্বপ্নে শুধু অন্তর তাকে নিয়ে ওড়ে
রাত্রিবেলা চন্দ্র উঁকি দিয়েছে বাঁশবনে।
বিষয়: সাহিত্য
১০৫৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বপ্নে শুধু অন্তর তাকে নিয়ে ওড়ে
রাত্রিবেলা চন্দ্র উঁকি দিয়েছে বাঁশবনে।
মন্তব্য করতে লগইন করুন