কবিতা

লিখেছেন লিখেছেন তৌহিদ ০৬ ডিসেম্বর, ২০১৩, ০৪:০৬:২৩ বিকাল

তুমি কি বোঝনা?

ধ্রুব তৌহিদ

আমার ললাটে বিধাতা কি রেখেছে

আমি জানি না।

আমি তোমা নিষ্পাপ মন দেখেছি

তোমার সেই মনে কি আছে

আমি তা জানি না।

আমি তোমার অপেক্ষায় প্রতিয়মান

আমাকে দেখে কি তুমি বোঝনা।

তুমি সুন্দরী তাই তোমার রূপের পূজারী

তোমার দিকে সারাক্ষণ দৃষ্টি,

তা কি তুমি লক্ষ্য করো না।

বিধাতা তোমায় গড়েছে বড় যত্নে

তা আমি বুঝেছি অনেক আগে।

তাই সারাক্ষণ তোমার কথা ভাবি

তাকি তুমি কখনও দেখ না।

তোমার নামে করছি বন্ধনা

তোমাকে দিয়ে তাই হবে জীবনের সূচনা।

বিষয়: সাহিত্য

১১৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File