অগ্রহনযোগ্য নির্বাচনের খরচের দায়ভার কার?
লিখেছেন লিখেছেন তৌহিদ ০৫ ডিসেম্বর, ২০১৩, ১০:৩৪:১৪ রাত
যে অবস্থায় দেশ এগিয়ে চলেছে তাতে প্রতিটা রাজনৈতিক দল নিজেদের গুড়ামির জন্য দেশের ১২ টা বাজিয়ে ছাড়েছে। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ ও ১৯৭১ সালে মাত্র ৯ মাসে যুদ্ধে জয়ী পৃথিবীর ইতিহাসে যে দেশ মডেল সে দেশকে নিয়ে আজ বুড়ো আঙ্গুল দেখিয়ে বিদ্রুপ করে শুধুমাত্র এই দুই অপরাজনৈতিক দলের কারণে । হাজার হাজার কোটি টাকা নষ্ট করে চলছে। এদেরকে কিছু করুন আর না করুন অন্ততঃপক্ষে ঘৃণা করুন। এখন, কোটি কোটি টাকা খরচ একতরফা নির্বাচন করে যে টাকা নষ্ট করা হবে তাতো কোন রাজনৈতিক দলের নয়। এ দেশের সাধারণ মানুষের টাকা। সুতরাং, নির্বাচন করে তা যদি অগ্রহনযোগ্য হয় তাহলে তার জন্য দেশের যে আর্থিক ক্ষতি হবে তার দায়ভার কার?
বিষয়: রাজনীতি
১০৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন