কবিতা

লিখেছেন লিখেছেন তৌহিদ ২৫ নভেম্বর, ২০১৩, ১১:৪১:০১ রাত

শরতের একদিন

ধ্রুব তৌহিদ

এসেছে অদ্য এসেছে শরৎ বেলা -

খুঁজেছি বসুধার বহুক্রোশ যাকে

পেয়েছি তাকে এই শরতের বাঁকে;

স্নিগ্ধ হাওয়ায় কাশফুল করছে খেলা।

বলেছি তাকে কথাও ফাঁকে -

শিহরিত কোমল প্রেমের কথা

ঘুরেছিন এতদিন বহুক্ষণে অযথা

রঙিন চিত্তসুখ নয়নের কোণে আঁকে।

কথার শেষে জন্ম নেয় কত কথা -

প্রেমসুখে ব্যাথা করে মোর বক্ষে

রইব, লড়ব আজীবন প্রেমপক্ষে

অনন্ত সহযোগী তুমিতো প্রেমলতা।

শরতের এই ধবল কাশবনে -

শুধু প্রেমলতাকেই বারংবার মনেপড়ে

স্বপ্নে শুধু অন্তর তাকে নিয়ে উড়ে

রাত্রিবেলা চন্দ্র উঁকি দিয়েছে বাঁশবনে।

বিষয়: বিবিধ

৮৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File