হেলিকপ্টারে এসি নেই তাই... কতগুলো সোজা প্রশ্নের উত্তর না খুজে একজন ব্যক্তিকে বিলাসী বানিয়ে আচ্ছা মত তুলোধুনা হচ্ছে কেন?

লিখেছেন লিখেছেন তাজুল ১১ মার্চ, ২০১৪, ০১:৩৬:১২ দুপুর



হেলিকপ্টারে এসি নেই তাই... মানব জমিনের এই রিপোর্টের উপর ভিত্তি করে ও আই সি র মহাসচিব কে বিভিন্ন গনমাধ্যমে তুলোধুনা করা হচ্ছে। শুধু উনাকে নয় উনার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করা হচ্ছে। ১৪শ বছর আগে উনাদের চেহারা কেমন ছিল, তার পর চেহারা পাল্টে মানুষ হলো কবে, আবার বিবর্তিত হয়ে কবে আগের চেহারায় ফিরে গেছে , ইত্যাদি। এই তীর্যক সামালোচনার পিছেনে কোন যৌক্তিকতা থাকতেই পারে। কারণ আরব শাসক গোষ্ঠির বিলাসিতা তো আর কারো কাছে গোপন নয়!

যাহোক, এসি বিহীন হেলাকাপ্টার প্রসঙ্গে আসি। পত্রিকার রিপোর্ট টি সত্য হলে কিছু প্রশ্ন এড়িয়ে যাওয়া আমার মতে ঘটনাটাকে এক চোখে দেখার মতই হবে।

১। বাংলাদেশে কি হেলকাপ্টার একটা? না কোনো হেলিকাপ্টারেই এসি নাই।

২। ও আই সি একটি নাম সর্বস্ব অর্গানাইজেশন হলেও একটি আন্তর্জাতিক সংস্থা, এর মাহাসচিব কি কোন এসি হেলিকাপ্টারের যোগ্য নন?

৩। একজন রাষ্ট্রীয় অতিথির জন্য নন-এসি বাহন সরবরহ কি তাকে অপমান করা নয়?

৪। এটি কি অতিথি আপ্যায়নে রাষ্ট্রের মানসিক দেওলিয়ত্ব নয়?

৫। উনি ইন্ডিয়ান হলে কি রাষ্ট্রের আপ্যায়নের ধরণ এমন হত?

৬। টুর টা রোহিংগা রিলেটেড না হলে কি হেলিকাপটারের এ সি নষ্ট থাকত?

৭। রোহিংগা ইস্যু কি কখোনো বর্তমান সরাকারের কাছে গুরুত্ব পেয়েছে? পেয়েছে কি কখনো সরকারের সামান্য সহায়তা বা সহমর্মিতা?

ওরা তো হয় পুড়ে মারছে না হয় ডুবে। জাস্ট আমাদের চোখের সামনে। আন্তর্জাতিক সংস্থাগুলো বার বার অনুরোধ করেও তো রহিংগা দের তো বর্ডার পার হতে দেওয়া হয়নি।

তাহলে কি হেলিকাপ্টাররে এসি নষ্টের সাথে রহিংগা ইস্যুর কোন সম্পর্ক নেই?

(সরি কেও ভুল বুঝবেন না আমি আরবদের নয় কারো বিলাসিতার পক্ষে নই)

বিষয়: বিবিধ

২৩৩৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190457
১১ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৯
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
190458
১১ মার্চ ২০১৪ দুপুর ০১:৪১
তাজুল লিখেছেন : অনেক ধন্যবাদ
190468
১১ মার্চ ২০১৪ দুপুর ০১:৫২
হতভাগা লিখেছেন : সত্য কথা বলতে উনার কি কোন সমস্যা ছিল ?

190472
১১ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৯
তাজুল লিখেছেন : আল্লাহ ভাল জানেন ভাই।
190486
১১ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমাগো রাষ্ট্রীয় ক্ষেমাতাসীন আর ওআইসির হর্তা কুর্তারা তো চোরে চোরে মাসতুতো ভাই মনে অইলো।
আসলে হেতেরগো প্রকৃত সমস্যাগ্রস্থ মানুষের জন্য কুনো মায়া কান্না করণের পানি চোখে আছে?
আমাগো নাচিনা বিনতে .......বর্তীর এক্ষেত্রে যোগ্যতা একডু বেশী অভিনয়। করে হলেও চোখে পানির বণ্যা উঠাইতে পারে।
190494
১১ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৮
মাই নেম ইজ খান লিখেছেন : আপনার কিছু পয়েন্ট যুক্তিযুক্ত। এতে সরকারের আন্তরিকতাও প্রশ্নবিদ্ধ হয় বটে। কিন্তু যাই বলেন এর দ্বারা কোনো ক্রমেই উনার রোহিঙ্গা মুসলিমদের কাছে যাওয়ার সফর পরিবর্তন করে বৌদ্ধ মন্দিরে গিয়ে আনন্দ উদযাপন মেনে নিতে পারছি না।

ওআইসি ও আরবলীগ এবং সউদী ও আরব শাসকদের অনেক শয়তানি আমাদেরকে তাদের সম্পর্কে তিক্ত ধারণা পোষণ করতে বাধ্য করছে।
১১ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৯
141557
তাজুল লিখেছেন : সহমত। ধন্যবাদ !
190549
১১ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৩
আবু সাইফ লিখেছেন : সহমত @মাই নেম ইজ খান ভাই!

সম্প্রতি সৌদিআরব শাসকগোষ্ঠী ইখওয়ানকে "সন্ত্রাসী সংগঠন" আখ্যায়িত করে নিষিদ্ধ করেছে!
আর সিসি-র জন্য বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা তো রয়েছেই!
কাতারের সাথে তারা কী আচরণ করছে শুধুমাত্র "ইসলাম" ইস্যুতে- তাও দুনিয়াবাসী দেখছে!

@তাজুল : আপনার সবকথা একপাশে রেখে বলুন তো-
উনার সবচেয়ে বড় কথা- ৫ জানুয়ারী সুষ্ঠ নির্বাচন হয়েছে- একথা উনি কিসের ভিত্তিতে(চাপে?) বলেন?? একথা বলার-ই বা উনি কে??

**
[এত কছুর পরেও "ওহ!আই সী!"-এর সৌদিকর্তার কাছে ভালো কিছু আশা করাও আমাদের একধরণের অজ্ঞতা- ষাঁড়ের কাছে দুধের আশা!!]
190562
১১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৯
তাজুল লিখেছেন : খারাপ আশা না করে ভাল আশা করা টা উত্তম মনে করি। তবে আরব হলেই যে ইসলামের খাদেম হবে তাও মনে করিনা।
ধন্যবাদ সাইফ ভাই।
১২ মার্চ ২০১৪ রাত ১২:৫৯
141918
আবু সাইফ লিখেছেন : সাইফ ভাইTongue Worried Day Dreaming Day Dreaming Time Out Time Out

হা হা ...

সাইফ আমার ছেলের নাম- কলেজছাত্র

তবে আপনি একা নন, অতীতে আরো অনেকেই এমনটা করেছেন

আপনাকে ধন্যবাদ
190708
১১ মার্চ ২০১৪ রাত ০৮:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাংলাদেশ বিমান বাহিনী ভিআইপি পরিবহন এর জন্য অত্যাধুনিক এমআই-১৭১-১ হেলিকপ্টার আছে। যে কোন আধুনিক হেলিকপ্টার এই কেবিন এ এসির ব্যবস্থা থাকে। আসলে এসি নাই বলে তিনি জাননি নাকি সরকার তাকে যেতে দেয়নি। কোনটা বিশ্বাসযোগ্য।
১১ মার্চ ২০১৪ রাত ০৯:৪৩
141787
তাজুল লিখেছেন : সুন্দর অবজারবেশন। এটাই পোস্টার সারমর্ম।
আনেক ধন্যবাদ!
১০
190803
১১ মার্চ ২০১৪ রাত ০৯:১৬
সজল আহমেদ লিখেছেন : কি আর বলব ভাই!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File