১৮ বছরের নিচে বিয়ে দিতে সমাস্যা, পাতিতাম হতে নয়।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ০১ আগস্ট, ২০১৭, ১২:৪৫:৫৯ রাত



বাংলাদেশে পতিতাদের সংগঠনগুলোই বলছে-

বাংলাদেশে ১৮ বছরের নিচে পতিতাদের সংখ্যা ৬৪%

এবং তারা আরো জানাচ্ছে,

৯০% পতিতা তাদের দেহব্যবসা শুরু করে শিশু বয়স থেকেই।

(সূত্র : http://bit.ly/2vdLMmq )

এবার আসুন-

বাংলাদেশে মোট পতিতার সংখ্যা কত ?

একটি সূত্র (http://bit.ly/2v9B0hC ) জানাচ্ছে-

সরকার কর্তৃক লাইসেন্স দেওয়া পতিতা সংখ্যা ১ লক্ষ

এবং সব মিলিয়ে পতিতা সংখ্যা ৫ লক্ষ ।

সে হিসেবে ১৮ বছর নিচে-

মোট পতিতার সংখ্যা ৩ লক্ষ ২০ হাজার,

এবং মোট পতিতার ৪ লক্ষ ৫০ হাজার,

যারা ১৮ বছরের নিচেই দেহব্যবসা শুরু করে।

কিন্তু কার আস্কারায় শিশুরা এই পতিতাবৃত্তিতে এত ব্যাপক হারে প্রবেশ করছে ?

এ সম্পর্কে, এনজিও লাইট হাউস কনসোর্টিয়াম-এর বিশেষজ্ঞ সৈয়দ তাপস বলে, “পূর্বের তুলনায় অল্পবয়সী মেয়েদের এ পেশায় জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে বেশি।” তিনি বলেন, “আইনে অপ্রাপ্ত বয়স্কদের পতিতাবৃত্তি করা নিষিদ্ধ হলেও আইনের রক্ষকরাই এর অপব্যবহার করছেন।” ( http://bit.ly/2eZVtyE )

এ সম্পর্কে গত ২০১৫ সালের ২রা নভেম্বর তারিখে দৈনিক প্রথম আলোতে একটি খবর আসে। খবরের শিরোনাম- ‘যৌনকর্মী তৈরি করে পুলিশ, আমরা না’

বিস্তারিত

যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এক যৌনকর্মী বলে-

“আমাদের কাছে নতুন কোনো মেয়ে এলে, তাকে প্রথমে যশোর কোতোয়ালি থানার সদর ফাঁড়িতে নিতে হয়। তারা রাখার অনুমতি দিলেই আমরা তাকে রাখতে পারি। এ জন্য পুলিশকে ৫০-৬০ হাজার টাকা দিতে হয়। এ ছাড়া প্রত্যেককে মাসে ২০-৩০ হাজার টাকা করে পুলিশকে দিতে হয়। তাই যৌনকর্মী তৈরি করে পুলিশ, আমরা না। আর এ নিয়ে কিছু বলতে গেলেই আমরা মামলার আসামি হই। ” ( http://bit.ly/2uQ3Fp2 )

আসুন, এবার একটু সমীরকণ মেলাই-

১) ১৮ বছরের নিচে বিয়েতে বাধা

২) বিয়েতে বাধাগ্রস্ত দরিদ্র সমাজের নারীরা জড়াচ্ছে পতিতাবৃত্তিতে।

৩) পুলিশ-প্রশাসন লাভবান হচ্ছে। নারী মাংশের স্বাদ আর কাচা টাকা দুটোই কামাচ্ছে।

সমাজব্যবস্থা একটি চক্র ।

এর একটি বাধাগ্রস্ত হলে, অপর অংশে তার প্রভাব পড়ে।

“পূর্বের তুলনায় অল্পবয়সী মেয়েরা পতিতা পেশায় আসছে বেশি” বিশেষজ্ঞ সৈয়দ তাপস এই বক্তব্য বলে দিচ্ছে-

বাল্যবিবাহ বন্ধ করায় অল্পবয়সী মেয়েদের মধ্যে পতিতাবৃত্তি বাড়ছে।

উপরদিয়ে জনগণ দেখছে, প্রশাসন ১৮ বছরের নিচের মেয়ের বিয়ে বাধা দিচ্ছে,

কিন্তু ভেতর দিয়ে ঐ প্রশাসনের লোকজনই ১৮ বছরের নিচের মেয়ের দেহ ভোগ করছে, সাথে কামাচ্ছে টাকা।

লাভ ছাড়া, কে কার কাজ করে বলুন?

---------------------------------------------

[সংগ্রহীত ]

বিষয়: বিবিধ

৯৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File