লংমার্চে বাধা দানের নিন্দা এই সরকার জালেমের পক্ষে মজলুমের বিরুদ্ধে

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ১৯ ডিসেম্বর, ২০১৬, ০১:৪২:০৫ দুপুর

জালিমের বিরুদ্ধে প্রতিবাদী অগ্রযাত্রা থামিয়ে সরকার কার পক্ষে অবস্থান নিল?

জুলুম হয়েছিল একাত্তরেও। নিপিড়িত হয়েছিল বাংলাদেশ। নির্যাতনের ষ্টিমরোলার চলেছিল এ ভূখন্ডেও। তখন মূর্তিপূজকের দেশ ভারত নিজের স্বার্থে হলেও দাঁড়িয়েছিল আমাদের পাশে। প্রশিক্ষণ দিল আমাদের। সাহায্য করল অস্ত্র দিয়ে। ট্যাংক দিয়ে। বাহিনী দিয়ে। বুদ্ধি দিয়ে।

ফের?

একটি স্বাধীন দেশ। স্বাধীন মাতৃভূমি।

ইতিহাস ফিরে এসেছে আবার।

তবে স্থান ও ভিক্টিম ভিন্ন।

জালিম ও মজলুম ভিন্ন।

এবারের জালিম বার্মা। মজলুম আরাকান।

কিন্তু আফসোস!

নিজের স্বজাতিকে রক্ষায় সহযোগিতার হাত বাড়ানোর মহানুভবতা দেখাতে পারেনি আমাদের দেশ।

ইতিহাসের পুনরাবৃত্তি করে ইতিহাসে নাম লিখাতে পারলো না হৃদয়হীন ক্ষমতাসীনরা।

উপরন্তু শান্তিপূর্ণ লংমার্চ থামিয়ে ঠিক কাদের পাশে দাঁড়াল সরকার?

বিষয়: বিবিধ

১০৭৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380784
১৯ ডিসেম্বর ২০১৬ বিকাল ০৪:৪৮
কুয়েত থেকে লিখেছেন : অবৈধ সরকারের কাছে বৈধ কিছুই আশা করা যায়না। ওরা তাগুতের রক্ষক ইসলামের নয়। অাল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য যুগে যুগে নবি রাসুল প্রেরন করেছি যাতেকরে তারা আল্লাহর ইবাদত করেন এবং ত্বাগুতকে বর্জন করেন। আর আমরা ত্বাগুতের তোষামুদি করেই ইসলামের কাজ করছি এবং সাহায্য প্রার্থনা করছি অাল্লাহর কাছে।
381630
০১ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৯:৪৮
মোহাম্মদ ওমর ফারুক লিখেছেন : আপনি হয়ত টিক বলছেন। তবে মানবতা বাদ টা নাই।
@কুয়েত থেকে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File