লংমার্চে বাধা দানের নিন্দা এই সরকার জালেমের পক্ষে মজলুমের বিরুদ্ধে
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ১৯ ডিসেম্বর, ২০১৬, ০১:৪২:০৫ দুপুর
জালিমের বিরুদ্ধে প্রতিবাদী অগ্রযাত্রা থামিয়ে সরকার কার পক্ষে অবস্থান নিল?
জুলুম হয়েছিল একাত্তরেও। নিপিড়িত হয়েছিল বাংলাদেশ। নির্যাতনের ষ্টিমরোলার চলেছিল এ ভূখন্ডেও। তখন মূর্তিপূজকের দেশ ভারত নিজের স্বার্থে হলেও দাঁড়িয়েছিল আমাদের পাশে। প্রশিক্ষণ দিল আমাদের। সাহায্য করল অস্ত্র দিয়ে। ট্যাংক দিয়ে। বাহিনী দিয়ে। বুদ্ধি দিয়ে।
ফের?
একটি স্বাধীন দেশ। স্বাধীন মাতৃভূমি।
ইতিহাস ফিরে এসেছে আবার।
তবে স্থান ও ভিক্টিম ভিন্ন।
জালিম ও মজলুম ভিন্ন।
এবারের জালিম বার্মা। মজলুম আরাকান।
কিন্তু আফসোস!
নিজের স্বজাতিকে রক্ষায় সহযোগিতার হাত বাড়ানোর মহানুভবতা দেখাতে পারেনি আমাদের দেশ।
ইতিহাসের পুনরাবৃত্তি করে ইতিহাসে নাম লিখাতে পারলো না হৃদয়হীন ক্ষমতাসীনরা।
উপরন্তু শান্তিপূর্ণ লংমার্চ থামিয়ে ঠিক কাদের পাশে দাঁড়াল সরকার?
বিষয়: বিবিধ
১০৯৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
@কুয়েত থেকে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
মন্তব্য করতে লগইন করুন