শিক্ষার মান কত অতি অাধুনিক হলে এমন হয়? দোষটা কার??
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ০১ জুন, ২০১৬, ১১:৪৩:২০ সকাল
একটি টিভি তে সাংবাদ করছে ছাত্ররা সাধারণ জ্ঞানের প্রশ্ন সমূহর উত্তর দিতে পারতেছে না।
যা তাদের মার্ক দেখে দেওয়ার কথা ছিল।
সে নিয়ে দেশের শিক্ষা ব্যাবস্হা কে এক হাত নিচ্ছে কেও কেও। জাফর স্যার রা উটপাখির মত নিরব।
যদি ঘটনাটা কোন মাদ্রাসার ছাত্র দ্বারাই হত আজ মিটিং-মিছিল ঢকশোতে ছায়ে যেত বাংলার আকাশ বাতাশ।
কিন্তু আজ তারা কি শিক্ষতেছে???
ক্লাশ এইটে পড়া একটা ছেলে, মাটিতে হাটু গেঁড়ে ক্লাশ সিক্সের একটা ছোট্ট মেয়েকে ফিল্মী ষ্টাইলে প্রপোস করছে।
মেয়েটা প্রপোস একসেপ্ট করলে দু'জন দু'জনকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে।আবার এটা ভিডিও করে নেটে দিচ্ছে।
ঘটনাটা সম্ভবত ঢাকার রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজের।
এটা দেখে আমার ভীমরতি খাওয়ার কথা ছিলো।মাথা ঘুরে উঠার কথা। 'প্রজন্ম পঁচে যাচ্ছে বিগড়ে যাচ্ছে' বলে হাহাকার করার কথা।
কিন্তু বিশ্বাস করুন, আমি এই ভিডিও দেখে মোটেও অবাক হইনি।
এটাই তো সেই প্রজন্ম, যেটার স্বপ্ন দেখেন আমাদের জাফর ইকবাল স্যারেরা।
জাতিকে শিক্ষিত (!) প্রগতিশীল, আল্ট্রা-মডার্ণ করার যে দীক্ষা এবং শপথ জাফর স্যারেরা নিয়েছেন, তা আজ সফল।
যেসব ছেলেদের মুখ থেকে এখনো তাদের মায়ের বুকের দুধের গন্ধ যায়নি তারাও আজ হাটু গেঁড়ে বসে ফিল্মি ষ্টাইলে প্রেম নিবেদন করে।
যে কচি মেয়েটার এখনো পিরিয়ড (স্যরি ফর দ্যাট) শুরু হয়নি,
শুরু হলেও, যে মেয়েটার এই বয়সে পিরিয়ডের ব্লাড দেখে ভয়ে চিৎকার করে উঠার কথা,
সেই মেয়েটা আজ তারই বয়েসি একটা ছেলেকে বুকে জড়িয়ে ধরছে আর প্রকাশ্যে চুমু খাচ্ছে।
ভাবতে পারেন দেশ কতোটা এগিয়েছে?
--
ক্লাশের বইগুলোতে ছড়িয়ে দেওয়া হয়েছে যৌনতা।
'বয়ঃসন্ধি' কালের পাঠ দিতে গিয়ে তাদের কচি মাথায় ঢুকানো হচ্ছে এসব।
ছেলে-মেয়েরা ক্লাশরুমে এগুলো একসাথে বসে পড়ছে।পড়ে পড়ে একে-অন্যের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে।
তাদের জানিয়ে দেওয়া হচ্ছে, এই এই ব্যাপারগুলা তোমার সাথে ঘটলে বুঝবা তোমার এখন বয়ঃসন্ধি চলছে।এসময় লজ্জা পাইবা না।বন্ধু-বান্ধবির সাথে শেয়ার করবা।
হ্যাঁ, তারা এখন বয়ঃসন্ধি আসার আগেই সব সেরে ফেলছে।
--
ছেলেমেয়েদের ইসলামি অনুশাসন আর নৈতিকতা থেকে দূরে রাখতে যে দীর্ঘমেয়াদি প্রজেক্ট জাফর ইকবালরা হাতে নিয়েছে, তারই ফসল এসব।
এরাই সেই প্রজন্ম, যারা অপারেশান সার্চ লাইট কি জানেনা।
জানেনা স্বাধীনতা দিবস কবে, আর জাতীয় সঙ্গীতের রচয়িতার নাম।
কিন্তু এদের মোবাইলের ব্রাউজিং হিষ্ট্রি চেক করে দেখুন, দুনিয়ার সব পর্ণ সাইটে এদের বিচরন।
এই যে ছেলে-মেয়েগুলো এত্ত আধুনিক হয়ে উঠছে, এর আল্টিমেইট রেজাল্ট কি জানেন?
প্রেম করবে।লিভ টুগেদার করবে। মেয়েগুলার পেটে যখন একসিডেণ্টলি তাদের বয়ফ্রেন্ডের ফসল চলে আসবে, তখন তারা বিয়ের জন্য বয়ফ্রেন্ডকে প্রেশার দিবে।
আজকে যে ছেলেগুলা হাটু গেঁড়ে ফিল্মি ষ্টাইলে প্রপোস করে রোমিও সাজছে, সেদিন তারা তাদের প্রেগন্যান্ট গার্লফ্রেন্ডকে ক্যারিয়ারের এক্সকিউজ, বাবা-মা'র এক্সকিউজ, সমাজের এক্সকিউজ দেখিয়ে বিয়ে করতে পারবেনা বলে জানাবে।
আমাদের প্রগতিশীল সমাজও মেয়েটাকে আর নেবেনা।তারাও তখন তাকে বলবে- 'পতিতা।'
মেয়েটা একটা সুইসাইড নোট লিখবে।এরপর সায়ানাইড খেয়ে কিংবা ফ্যানের সাথে ঝুলে দায়মুক্তি করে যাবে।
যার লেটেষ্ট উদাহরন - সাবিরা।
জাফর ইকবাল স্যার, আপনি শুনতে পাচ্ছেন???
____ #onefaruk
[ প্রথম প্রকাশ #OneFaruk ফ্যান পেইজে]
" বাল্য বয়সে প্রেম ভালবাসা সব করতে পারবে।
পারলে লিটনের ফ্যাল্টে ও যেতে পারবে। কিন্তু! হে আমার প্রিয় ছাত্ররা, ভূলেও বাল্যবিয়ে দিতে পারবেন না না না।"
বিষয়: বিবিধ
১৫২৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হঠাৎ কিংবা ব্যতিক্রম নয়; সমাজের যত্র তত্র ঘটছে এসব কিন্তু ২/৪টা প্রকাশ পায় মাত্র। এখনো মনেহয় সময় আছে আমাদের সতর্ক আর সাবধান না হলে আমার বোন, আমার মেয়েও এমন কিছু করে বসতে পারে।
নতুন নতুন সিলেবাস প্রধান করতেছন নিয়মিত।
নৈতিকতা শিখত যা দিয়ে তা তো সম্পূর্ণ রূপে আজ আর নাই।
আমরা আজ ছাত্র পাইছি।সামনে ড়াঃ রাও আসতেছে।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
রমজান নিয়ে ব্লগীয় আয়োজনের প্রস্তুতি চলছে। অংশ নিতে পারেন আপনিও। বিস্তারিত জানতেClick this link-
মন্তব্য করতে লগইন করুন