ভারতের মুসলিম নারীরা লাশ হয়েও ধর্ষিত হতে হয় হিন্দুদের হাতে।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ২৫ অক্টোবর, ২০১৫, ১১:২৩:৪০ রাত
মাত্র ৬ মাস আগেই
উত্তর প্রদেশের
বিজেপির এক এমপি,
হিন্দু নেতা যোগী
আদিত্যনাথ হিন্দুদের
নির্দেশ দিয়েছিলো-
মুসলিম মহিলাদের
লাশ কবর থেকে তুলে
ধর্ষণ করতে।
আর এখনই খবর আসা
শুরু করেছে, কবর
দেওয়ার পর রাতের
অন্ধকারে মুসলিম
মহিলাদের লাশ কবর
থেকে তুলে ধর্ষণ করা
হচ্ছে।
খবরে এসেছে-
মহিলার মৃতদেহ তুলে
নিয়ে গিয়ে গণধর্ষণ
করার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে
উত্তরপ্রদেশের
গাজিয়াবাদের
তাহেলকা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা
গেছে, হাসপাতালে
শিশুর জন্ম দিতে
গিয়ে মৃত্যু হয় ২৬ বছর
বয়সী ওই সংখ্যালঘু
মহিলার। মৃত্যুর
পরদিন সকালে কবর
থেকে প্রায় ২০ ফুট দূরে
একটি আখ ক্ষেতের
মধ্যে মৃতদেহটি পড়ে
থাকতে দেখেন
স্থানীয় বাসিন্দারা।
মহিলার পরিবারের
লোকেদের ডাকা হলে
তাঁরা পুলিশকে খবর
দেন।
নিহতের স্বামী
জানান, পাশের আখের
ক্ষেত থেকে তাঁর মৃত
স্ত্রীর নগ্ন দেহ
উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক
অনুমান, কবর থেকে
বের করে মৃতদেহটিকে
টেনে হিঁচড়ে ক্ষেতে
নিয়ে যাওয়া হয়েছে।
তারপর নিথর দেহের
ওপর নারকীয়
অত্যাচার চালিয়েছে
ধর্ষকরা।”
(সূত্র:
1
2
3
4
কিছুই বলার নেই, শুধু
বলবো- ভারত এমন এক
দেশ যেখানে মুসলিম
নারীরা লাশ হয়েও
হিন্দুদের থেকে
নিরাপদ হতে পারে না,
লাশ হয়েও ধর্ষিত
হতে হয় হিন্দুদের
হাতে। সত্যিই বলতে,
কথা বলে লাভও নেই-
মানুষের সাথে কথা বলা
যায়, পশুর সাথে নয়।
বিষয়: আন্তর্জাতিক
১৮৪৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
link nin
মন্তব্য করতে লগইন করুন