আর কত দিন চলবে এ হাল?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ১৯ নভেম্বর, ২০১৩, ১১:৫৫:০১ রাত
আর কত দিন সত্য সেনা.
থাকবে আবহেলে,
সত্য কথা বললে কেন.
থাকব মোরা জেলে ।
আর কত দিন থাকব মোরা,
মোদের ধর্ম ছাড়া,
কখন তাদের বিচার হবে.
করছে গুলি যারা?
আর কত দিন চলবে এ হাল?
থাকবে না কেউ সুখে?
জেলে কেন যাব যদি
জিহাদ বলি মুখে?
মুক্ত দেশে উড়ছে নিশান,
গাইছে পাখি গান!
আমরা হলাম সত্য সেনা,
জিবন করব দান।
বিষয়: Contest_mother
১৭২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন