এই নির্মমতার শেষ কোথায়?
লিখেছেন লিখেছেন অন্ধ আমি ০৩ ডিসেম্বর, ২০১৩, ১২:৪০:৩৫ দুপুর
দয়া করে কেউ এড়িয়ে যাবেন না প্লীজ !!
সিরিয়ার এই ছোট বোনটি জালিমদের হাতে শহীদ হয়েছে ।
হে আল্লাহ্ কেন এই নির্মমতা ,আজ আমরা কেন এইভাবে প্রতারিত ,কেন আজ আমরা মুসলিম জাতি হইয়েও এই অত্যাচারের স্বীকার হতে হবে, তাহলে কি আমরা আমাদের রাসুলের প্রতিস্তিত দ্বীন থেকে দূরে সরে গেছি ,হে আল্লাহ্ তুমি রক্ষা কর এই আসহায় শিশুদের কে ,আল্লাহ্ তোমার আখেরি নবীর উম্মত হিসাবে আমাদের মুসলিম উম্মাকে তুমি হেফাজত কর ইয়া রাব্বুল আলামিন ।
উপরের লিখাটই Facebook থেকে নিয়েছি। না কেঁদে পারলাম না। কি নির্মমতা...!!! সর্বযুগের সকল ফেরআউনদের নির্যাতনকে হার মানাবে। এদের কি বিচার হবেনা?
সারা বিশ্বে আজ শুধু মুসলিমরা মারা যাচ্ছে। কেন? শিশুদের কি ধর্ম আছে? তারাতো নিষ্পাপ। তাদের আপরাধ তার মুসলিম পরিবারের সন্তান। আজ সারা বিশ্বে মানবাধিকার সংগঠনগুলি চুপ করে আছে এই কারণে যে তারা মুসলিম।
বিষয়: বিবিধ
১৪৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন