হে তরুণ, একদিন তুমিও অভিভাবক হবে।
লিখেছেন লিখেছেন তাবাসসুম তাহরিমা ১২ মার্চ, ২০১৪, ১১:২৪:৩৮ রাত
হে কিশোর/যুবক,
আজ তুমি কৈশোর/তারুণ্যের প্রাণোচ্ছাসে টগবগ করছো। উঠতি বয়সের রঙ-মাখা চোখে পুরো দুনিয়াটাকে বহুবর্ণে বর্ণিল চাক্ষুষ করছো।
আজ তোমার নিকট বাবা-মা, পারিবারিক মুরুব্বিদের তুলনায় তোমার সহচর বা বন্ধু-বান্ধবদেরকে অধিকতর আন্তরিক ও হিতাকাঙ্খী প্রতীয়মান হচ্ছে।
বাবা-মা, হিতাকাঙ্খী মুরুব্বীদের হিতোপদেশ, সমালোচনা ও শাসন আজ তোমার কাছে অসহ্য ঠেকছে। অনেকসময়ই এদেরকে অমান্য করছো। কখনো হয়তোবা জ্ঞাত/অজ্ঞাতসারে এদের সাথে বেয়াদবীও করছো।
তোমার প্রায়শ ভাবনা জাগে যে, আমি কি আর এখনো সেই ছোট্টটি আছি নাকি ! কি দরকার আমাকে এতো আগলানোর ! কি প্রয়োজন আমাকে প্রতিনিয়ত এতো রকম শাসনের ! আমি কি এখন কম বুঝি নাকি !
এ হেন ভাবনাতেই তুমি বড়ো ভুল করছো। তুমি যতো বড়োই হও না কেনো বাপু, অভিজ্ঞতার দিক থেকে তোমার বাবা-মা, মুরুব্বিদেরকে তো তুমি অতিক্রম করে যেতে পারছোনা, পারবেও না। আর এ সব অকৃত্রিম হিতৈষী অভিভাবকের বিকল্প তুমি জগত-সংসারে কোথাও পাবে না।
শুধু বাবা কিংবা মা,---- দু'জনের একজনকে কখনো হারালেই কেবলমাত্র বুঝতে পারবে, তা কি ধন ছিলো তোমার জীবনে, কি তুমি হারালে।
তাই, হে কিশোর/যুবক, বয়োঃসন্ধিকালের প্রবল প্রাণোচ্ছাসকে একটু সংযত করো। আজ বাবা-মা, মুরুব্বিদের যে শাসন তোমার কাছে তেতো ঠেকছে, তার মধ্যেই তোমার জন্য প্রকৃত ও দীর্ঘস্থায়ী মিষ্টতা রয়েছে।
আর জেনো, একদিন তুমিও অভিভাবক হবে। সেদিন বুঝবে, বাবা-মায়ের আপাত কঠোর শাসনের অন্তরালে অকৃত্রিম স্নেহ, ভালোবাসা ও হিতকামনার এক স্নিগ্ধ ফল্গুধারা বহমান ছিলো। কিন্তু আফসোস, ততোক্ষণে তাঁরা তোমাকে ছেড়ে আরেক জগতে পাড়ি জমিয়েছেন।
তখন তাঁদের জন্য "রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়া নি সাগিরা" দোয়া করা ছাড়া আর কিছু দেয়ার সুযোগ তোমার থাকবেনা।
বিষয়: বিবিধ
১২৫৭ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন