সততা ও চরিত্রের আপেক্ষিকতা।
লিখেছেন লিখেছেন তাবাসসুম তাহরিমা ০৪ মার্চ, ২০১৪, ০১:৫৯:৪০ রাত
✔ সমাজে অনেকেই কিছুদিনের পরিচয়ের অভিজ্ঞতায় কারো সম্পর্কে বিভিন্ন মাত্রায় 'সততা' কিংবা সৎ 'চরিত্র'-এর সনদ নির্দ্বিধায় দিয়ে দেয়। ...... "অমুক ব্যক্তি বেশ সৎ মানুষ কিংবা সৎ চরিত্রের মানুষ।"
✔ বাস্তবে 'সততা' কিংবা 'চরিত্র' জিনিসটা অনেকের ক্ষেত্রেই আপেক্ষিক।
✔ দীর্ঘ পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা চালালে দেখা যাবে, কেউ হয়তো ৫,০০০ টাকা পর্যন্ত সৎ। টাকার অঙ্ক এর বেশি হলে তিনি সততা খুইয়ে বসেন। কারো সততা ১০,০০০ টাকা পর্যন্ত, কারো বা ৫০,০০০, কারো বা ১,০০,০০০, কারো বা ১০,০০,০০০ পর্যন্ত। এভাবে টাকার অঙ্ক দিয়ে সর্বদা সবাইকে যাচাই করা সম্ভব হয় না। তবে কেউ টের পাবে না, সুপরিকল্পিতভাবে এমন পরিবেশ-পরিস্থিতির নিশ্চয়তাবোধ সৃষ্টি করে সঙ্গোপনে নজরদারী করা গেলে সৎ হিসেবে সুপরিচিত অনেকেরই সততার চ্যুতি চাক্ষুষ করা সম্ভব।
✔ মানুষের চরিত্রের বেলায়ও উক্তরূপ কথাগুলো অনেকক্ষেত্রে একইরূপে প্রযোজ্য।
✔ উপসংহারঃ ধ্রুব ও অবিচল 'সততা' ও 'চরিত্র' সৃষ্টি সম্ভব একমাত্র প্রকৃত খোদা-ভীতির লালন ও দীর্ঘ অনুশীলন দ্বারা।
বিষয়: বিবিধ
১২৯১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন