পারো নি, পারবেও না।
লিখেছেন লিখেছেন তাবাসসুম তাহরিমা ০২ মার্চ, ২০১৪, ১১:০৮:০৯ সকাল
তোমাদের সকল অপচেষ্টা ব্যর্থ হয়েছে।
তোমরা তোমাদের হীন উদ্দেশ্য সফল করতে পারো নি, পারবেও না।
এতো সোজা, ইসলামী আন্দোলনের গতিকে রুখে দেয়া !!
এতো সোজা, ইসলামের সৈনিকদেরকে দমানো কিংবা নির্মূল করা !!
এমন অপচেষ্টা ফেরআউনের সফল হয়নি,
নমরুদের সফল হয়নি,
বাশার, সিসি, কারোই সফল হয়নি।
বরং ইসলামী শক্তির কাছেই তাদের পরাজয় ঘটেছে।
আল্লাহর হুকুমে এমন চেষ্টাকারীরাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে।
তোমাদের জন্যও একইরূপ পরিণতি অপেক্ষা করছে।
শুধু সময়ের ব্যাপার মাত্র।
আল্লাহর ফয়সালা এড়ানোর সাধ্য তোমাদের পূর্বসূরীদেরও হয়নি,
তোমাদেরও হবে না।
ইসলামী আন্দোলনের কিছু সৈনিককে শহীদ করে,
আল্লাহর সৈনিকদের উপর অত্যাচার-নিপীড়ণ চালিয়ে
উল্লাস বোধ করছো?
এ উল্লাস তোমাদের পতনকেই ত্বরান্বিত করছে।
আল্লাহু আকবর।
বিষয়: বিবিধ
১০৪১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
করেছিস কত বাহাদুরি নিজেকে খোদা বলি,এখন রয়েছিস মাটির নিচে পোতা।
মন্তব্য করতে লগইন করুন