নারীর রূপ-বৈচিত্র্য।
লিখেছেন লিখেছেন তাবাসসুম তাহরিমা ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:২৩:২৭ রাত
বলা হয় যে, সংসার সুখের হয়, রমনীর গুনে।
কথাটি পুরোপুরি সত্য। একজন যোগ্য নারীর গুনে একটি সংসার পার্থিব স্বর্গ-তুল্য হতে পারে। এটি হোলো একজন নারীর যোগ্যতার ইতিবাচক ও স্নিগ্ধ রূপ।
আবার, এর সম্পূর্ণ বিপরীত উদাহরণও ইতিহাসে অনেক দেখতে পাওয়া যায়।
একশ্চন্দ্র যেমন তমোহন্তি (একটি মাত্র চন্দ্র যেমন ভূপৃষ্ঠের অন্ধকার দূর করতে সক্ষম), তেমনি একজন নারী শুধু একটি পরিবার বা সংসারেরই নয়, একটি দেশ বা জাতিরও সমুদয় শান্তির বিনাশ এবং ধ্বংসের কারণ হতে পারে।
বর্তমানে আমরাও একজন নারীর ধ্বংসলীলার শিকার !!
বিষয়: বিবিধ
১২৪৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নারীকে কেন্দ্র করেই যেন সব ! জোর করে কেউ কাউকে পুজা করতে চাইলে দোষ কার ?
মন্তব্য করতে লগইন করুন