জনমতঃ আওয়ামী লীগের তুলনামূলক রাজনৈতিক অবস্থান।
লিখেছেন লিখেছেন তাবাসসুম তাহরিমা ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:১২:২৫ দুপুর
উপজেলা নির্বাচনে দলীয় পেশী-শক্তি এবং রাষ্ট্র-শক্তিকে যথেচ্ছা ব্যবহার করেও নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ তার শোচনীয় পরাজয় ঠেকাতে পারেনি।
✔ ৯৭টি উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে বিএনপি ৪৩ টি ও জামায়াত ১৩ টি মিলে মোট ৫৬টি উপজেলায় বিজয়ী হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ জিতেছে ৩৪টি উপজেলায়।
✔ ভাইস চেয়ারম্যান পদেও বিপুল জয় পেয়েছে বিএনপি-জামায়াত। ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে বিএনপি ৩২ টি ও জামায়াতে ইসলামী ২৩ টি মিলে মোট ৫৫ টিতে জয় লাভ করেছে। আওয়ামী লীগ জয় পেয়েছে তার অর্ধেকেরও কম ২৪ টিতে। ভাইস চেয়ারম্যান(নারী) পদেও আওয়ামী লীগের ভরাডুবি ঘটেছে। বিএনপি ৩৪ টি ও জামায়াত ১০টি সহ বিএনপি-জামায়াত জোট জিতেছে ৪৪টি আসনে। আওয়ামী লীগ জিতেছে ৩৪টি আসনে।
✔ সার-সংক্ষেপঃ আওয়ামী লীগ বিরোধীদলসমূহের তুলনায় গড়ে অর্ধেক ( বা তার চেয়েও কম ) পদে জয় পেয়েছে।
✔ মন্তব্যঃ জনমত কর্তৃক প্রত্যাখ্যাত আওয়ামী লীগ যে বিগত ৫ই জানুয়ারীর ভোটারবিহীন নির্বাচনে ৫% ভোটে ১৪৭ টি আসন এবং বিনা-ভোটে ১৫৩ টি আসন দখল করে সম্পূর্ণ অবৈধভাবে জাতির ঘাড়ে চেপে বসে আছে, তা উপজেলা নির্বাচনে প্রকটভাবে প্রমাণিত হয়েছে।
বিষয়: বিবিধ
১২০১ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Invite your network.
Then we will say goodby to FB.
মন্তব্য করতে লগইন করুন