এ প্লট-রচয়িতার বয়স কত !
লিখেছেন লিখেছেন তাবাসসুম তাহরিমা ১৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:২৬:২৯ বিকাল
★●★ সহজ যোগে জটিল ভুল।
২+২=৩ অথবা ৫।
উপরোল্লেখিত এতো সহজ একটি যোগের যোগফল উক্তরূপ ভুল হতে পারে শুধুমাত্র দু'টি ক্ষেত্রে। যদি হিসেবকারী, ----
✔ পাগল, নেশাগ্রস্ত কিংবা অপ্রকৃতিস্থ হয়।
✔ কাউকে প্রতারিত করতে চায়।
-------------------------------------------------
★●★ আল-কায়েদা/বাআল-ফায়েদা নাটক।
✔ অডিও-ক্লিপটির কন্ঠঃ আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরি (!)।
✔ উৎসঃ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে পরিচালিত জিহাদোলোজি ডট নেট নামক ওয়েবসাইট।
✔ বাংলাদেশে এর প্রচারকারী হিসেবে আটকঃ টাঙ্গাইলে অবস্থানরত মেধাবী ছাত্র রাসেল বিন সাত্তার (২১)।
✔ আওয়ামী নেতাদের দাবীঃ এটি বিএনপি-নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে জাওয়াহিরি কর্তৃক উচ্চারিত হুমকি (!)।
-------------------------------------------------
★●★ গল্পঃ আমার বয়স কতো?
✔ ১ম ব্যক্তিঃ মনে করুন, একটা ট্রেন ৬০ মাইল বেগে উত্তর দিকে যায়। আরেকটি ট্রেন ৮০ মাইল বেগে দক্ষিণ দিকে যায়। বলুন তো আমার বয়স কতো?
✔ ২য় ব্যক্তিঃ (চটপট জবাব) আপনার বয়স ৪০ বছর।
✔ ১ম ব্যক্তিঃ আপনার উত্তরটাকে ঠিক বলেই ধরা যায়। কারণ আমার সঠিক বয়সের প্রায় কাছাকাছিই বলেছেন। ......... তা, এতো দ্রুত হিসেবটা কিভাবে মেলালেন?
✔ ২য় ব্যক্তিঃ এটা তো খুব সহজ হিসাব। আমার এক দূর-সম্পর্কের চাচাতো ভাই, আধা পাগল। ওর বয়স ২০। সুতরাং আপনার বয়স নিশ্চয়ই ৪০।
{ এমন জটিল হিসেবের ফলাফলের জন্য ব্লগ-রচয়িতা কোনোভাবেই দায়ী নহে। }
বিষয়: বিবিধ
১২৪৬ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ ১০ টাকায় এক কেজি চাল কয়জন বিশ্বাস করেছে ?
০ মায়ানমার সাথে সমুদ্র বিজয় কয়জন বিশ্বাস করেছে ?
০ ৫ কোটি রুপিতে ১৪৮ আসন কয়জন বিশ্বাস করেছে ?
এসব যারা বলেছে তারা এখন কি বিরোধী দলে ?
মন্তব্য করতে লগইন করুন