আধুনিকতাঃ হিজাব প্রসঙ্গ।
লিখেছেন লিখেছেন তাবাসসুম তাহরিমা ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:৩৩:৪৬ দুপুর
হিজাব কখনোই আধুনিকতার পথে অন্তরায় নয়, বরং সহায়ক।
হিজাব একটি রক্ষাকবচ-রূপে আধুনিকতার কুফলসমূহ থেকে সুরক্ষা দিয়ে একটি মেয়েকে নির্ভয়ে ও নির্দ্বিধায় শিক্ষা-গ্রহন এবং যে কোনো পেশায় অংশগ্রহনের পথকে সুগম করে দেয়।
যে ব্যক্তিই এ হেন হিজাব ব্যবহারের বিরোধিতা করে, সে নিঃসন্দেহে নাস্তিক্যবাদী এবং বিকৃত রুচি ও কুশিক্ষার শিকার।
বিষয়: বিবিধ
৮৬২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শেষের বাক্যটি না লিখলাই সুন্দর হতো!!
সামনে আরো ভালো লিখবেন - এমন আশা ও দোয়া করি!
মন্তব্য করতে লগইন করুন