যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ।
লিখেছেন লিখেছেন তাবাসসুম তাহরিমা ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৩৩:৪৯ রাত
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,
"দেশে ক্রসফায়ার বা বিচারবহির্ভূত কোনো হত্যা হচ্ছে না।
সন্ত্রাসীরা গুলি ছুড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও গুলি ছোড়ে।
এ সময় দু-একটি অ্যাকসিডেন্ট হতেই পারে।"
----------------------------------------------------
নিজস্ব উপসংহারঃ
✔ যে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারে, সেই হয়ে যায় মখা।
বিষয়: বিবিধ
১২৮৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাবন লংকার রাজা ছিলেন আর রাম আক্রমনকারী। আমাদের মন্ত্রিও তাই।
অতিকায় জলহস্তি ডুবিয়া শেষ হইয়া গেল ,
আর তেলাপোকা এখনো বিরদর্পে বিচরণ করিতেছিল।
বুজা গেল বিষয়টা।
মন্তব্য করতে লগইন করুন