যত্তোসব হতচ্ছাড়ার দল !

লিখেছেন লিখেছেন তাবাসসুম তাহরিমা ২৪ নভেম্বর, ২০১৩, ১২:১৯:৪৯ রাত

{প্রসঙ্গঃ নবগঠিত মন্ত্রীসভার অন্যতম মন্ত্রী, রুহুল আমীন হাওলাদারের বাড়িতে গতকাল রাতে কে/কাহারা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। }

বড়ো সাধ করে উজির হয়েছেন

নতুন রাজ-দরবারে

দু'দিনের তরে।

ঘোরা-ঘুরি করবেন হেথায়-হোথায়

ক'টা দিন পতাকা-ওড়ানো

গাড়িতে চড়ে।

আয়েসে বাস করবেন

চতুর্দিকে পাহারা বসানো

সরকারী চাকচিক্যময় প্রাসাদে।

চেহারাখানার জৌলুশ ফোটাবেন

মেদভুড়ি বাড়াবেন শনৈ শনৈ

রাজকীয় ভোজ আস্বাদে।

টিভি-মিডিয়াগুলোর সামনে

হেসে হেসে বাহারী সাজে

নানা ভঙ্গিতে দেবেন পোজ।

দেখামাত্র উজির মশায়কে

সেনা-সামন্ত, পাইক-বরকন্দাজ,

কেতা-দুরস্ত সেলাম ঠুকবে হররোজ।

কেনো যে যাস রাতের বেলা

উজির মশায়ের বাসগৃহে

পটকা-বাজি ফোটাতে।

হৃদকল-খানা বিকল হয়ে

উজির মশায় অক্কা পেলে

কে যাবে রে শেখ-তনয়ারে সেবিতে।

যত্তোসব হতচ্ছাড়ার দল !

তাবাসসুম তাহরিমা

বিষয়: বিবিধ

১১৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File