"বুদ্ধিজীবীগণ" কতটা মূল্যবান?
লিখেছেন লিখেছেন তালিমুল ইলম ১৫ ডিসেম্বর, ২০১৩, ১১:১২:২২ সকাল
"বুদ্ধিজীবী" শব্দটি নিয়ে আনেক রাজনীতি। এই "বুদ্ধিজীবী" শব্দটি নিয়েই বাংলাদেশে হানা-হানি। শুরু থেকে, এখনো চলছে। এই শব্দের বা এই শব্দের অধিকারীদের আথবা এই শব্দ নিয়ে যারা রাজনীতি করেন তাঁদের কাউকেই আমি বিশেষ মূল্য দেয়ার প্রয়োজনবোধ করি না। বুদ্ধিজীবী শদ্ধটি অন্য আরো দশ-বিশটি পেশার জন্যে ব্যবহৃত শব্দের মতই মনে হয় আমার কাছে। যারা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে তাদেরকে আমরা কৃষিজীবী বলি, যারা শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করে তাদেরকে আমরা শ্রমজীবী বলি। ঠিক তেমনি যারা 'বুদ্ধি' বিক্রি করে তাদের খাবার যোগায় তাদের আমরা বুদ্ধিজীবী বলি। শ্রমিক বা কৃষকের চেয়ে বুদ্ধিজীবীকে বেশী মূল্য দেয়ার কোন প্রশ্নই আসে না।
কেউ কেউ বলবেন, এটি শব্দের বিতর্ক, ধারণার নয়। আমি বলি, এটি শব্দের সাথে সাথে শব্দের অধিকারীদেরও বুঝায়। বাংলাদেশের বুদ্ধিজীবীরা কখনো দেশের সার্থে বুদ্ধি ব্যবহার করেন না। তাঁরা হয় বিদেশীদের কছে নয়তো দেশের সস্তা রাজনীতির কাছে নিজেদের বুদ্ধি বিক্রি করে করে নিজেদের খাবারের যোগান দেন। এ কারণেই তাঁরা বুদ্ধিজীবী।
বিষয়: বিবিধ
১৩৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন