পাগলের খাতায় ঝন্টু মিঞার নাম

লিখেছেন লিখেছেন তালিমুল ইলম ১৩ ডিসেম্বর, ২০১৩, ০৮:৩৬:২৮ সকাল

পাড়ার ঝন্টু মিঞাকে সেদিন ডেকে বললাম,

চল, “দু’জনে মিলে পথের ধারের ঐ বৃদ্ধা ভিখারিটির একটি হিল্লে করে দেই।”

প্রতুত্তরে সে চড়াগলায় ‘জয় বাংলা, জয় বাংলা’ শ্লোগান আউয়াতে আউয়াতে

দ্রুতপদে চলে গেল।

আজ তার সাথে আবার দেখা হলে উদ্বেগমাখা কন্ঠে তাঁকে বললাম,

“ঝন্টু মিঞা, দেশ ত এখন চরম ক্রান্তিতে। আমরা কোথায় যাচ্ছি?

আমাদের ভবিষৎ গন্তব্য কী?

আজও সে আমার কথার সরাসরি কোন জবাব না দিয়ে জোরে জোরে,

খুশিতে নেচে উঠে, চিল্লাতে চিল্লাতে বললো,

“কাদের মোল্লার ফাঁসি হল, দেশ-জাতি শান্তি পেল।”

আমি বুঝে নিলাম, হিস্টিরিয়ায় ভুগতে ভুগতে ঝন্টু মিঞা আজ পাগলের খাতায় নাম লিখিয়েছে।

বিষয়: রাজনীতি

১৩৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File