পাকক্যালিমার পতাকা....................................

লিখেছেন লিখেছেন গৃহস্থের কইন্যা ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৩২:৪০ সকাল



আসমান-জমিনের মালিক আল্লা। সুতারাং সারা পৃথিবীতে, এমন কি White House এ আল্লার পাকক্যালিমার পতাকা পতপত করে উড়বে তাতে অবাক হওয়ার কি আছে। সঙ্গত কারনেই বাংলাদেশের মুমিন মুসলমানরা ক্যালিমার পতাকায় পৃথিবী ঢেকে দেয়ার এক কঠিন মিশন হাতে নিয়েছে, যার প্রভাবে আমাদের প্রিয় টুডে ব্লগের নাকাল দশা। অবশ্য মুমিনের আবার ভয় কি? বুকে ক্যালিমা হাতে কোরাণ, লড়কে লেঙ্গা ফাঁকিস্তান। পৃথিবীর সব বিজ্ঞান-আবিস্কারের নিয়ামক রয়েছে কোরানে। যদিও কাফের-নাস্তিকরা কোন কিছু আবিস্কার করার পরই শুধু তার সন্ধান মিলে আল্লাপাকের পাক কোরানে, তার আগে না।



কোরানের বিজ্ঞান গবেষণা চলছে এই মক্তবে। যদিও এদের মাঝ থেকে কখনো রাইট ব্রাদ্রার্স, আলেক্সজান্ডার ফ্লেমিং, লুই পস্টার, আইনস্টাইন, মার্ক জুকারবার্গের মত কেউ বেড় হয়ে আসতে পারে না। কিন্তু এখানে সুইসাইড জেহাদীর অভাব নেই।

বিষয়: বিবিধ

১৩৫৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

174149
০৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০৩
শিশির ভেজা ভোর লিখেছেন : যদিও এদের মাঝ থেকে কখনো রাইট ব্রাদ্রার্স, আলেক্সজান্ডার ফ্লেমিং, লুই পস্টার, আইনস্টাইন, মার্ক জুকারবার্গের মত কেউ বেড় হয়ে আসতে পারে না। কিন্তু এখানে সুইসাইড জেহাদীর অভাব নেই। Liar
174415
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪৫
সজল আহমেদ লিখেছেন : আপনিতো নাস্তিক্যবাদের আড়ালে লুকানো মালু হিন্দু!
ইসলাম সম্বন্ধে আপনার তো ধারনা থাকবেই না এটা স্বাভাবিক|
ইসলাম সম্বন্ধে না জাইনা কুত্তার মত ঘেউ ঘেউ করেন কেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File