বাংলা ভাষায় কিছু ভালো ইসলামিক ওয়েবসাইট (ওয়েবসাইট সিরিজ - ১)
লিখেছেন লিখেছেন আহমাদ আল সাবা ১৪ মে, ২০১৪, ০৮:১৯:৪৯ সকাল
আমার ওয়েবসাইট সিরিজের একটি উদ্দেশ্য ছিল ‘স্কলারদের কাছ থেকে শিখা’, ভালো লেখক যারা, যে বিষয়গুলো নিয়ে লিখেছেন, সে বিষয়গুলো সম্পর্কে জানা।বিশেষত যে সব বিষয়গুলো শরিয়ার জ্ঞানের সাথে সরারসরি সম্পর্কযুক্ত, ইসলামের একাডেমিক বিষয়, সেগুলো স্কলার ছাড়া সাধারণ অনলাইন/ফেইসবুক/বা ব্লগের লেখকদের কাছ থেকে না নেওয়া।
ওয়েবসাইটসমূহ
কুরআনের আলো
1. http://www.quraneralo.com/
সমকালীন
2. http://shomokalin.com/
আহবান
3. http://ahobaan.com/
সদালাপ
4. http://www.shodalap.org/
কুরআনের কথা
5. http://quranerkotha.com/
স্কলারদের ইসলামিক উক্তি – আলোকিত শান্তির বাণী
6. http://islamicquotesbangla.com/
কুরআন হার্ট
7. http://quranheart.com/
আল-ইসলাহ
8. http://alislaah.com/
কুরআন শরীফ
9. http://quraanshareef.org/
সত্যের পথ
10. http://www.sotterpath.com/
ইসলাম
11. http://www.islam.net.bd/
ব্লগস্পট ও ওয়ার্ডপ্রেস সাইট
1. http://alorpothe.wordpress.com/
2. http://deenweekly.wordpress.com/
3. http://learningdeen.wordpress.com/
4. http://riyadussoliheen.wordpress.com/
5. http://sorolpath.wordpress.com/
6. http://shorolpoth.wordpress.com/
7. http://salafibd.wordpress.com/
8. http://idream4life.blogspot.com/
9. http://dampotto.blogspot.com/
10. http://sibgat.wordpress.com/
11. http://thesafwanism.blogspot.com/
12. http://imbd.blog.com/?p=893
13. http://nusrat807.blogspot.com/
14. http://dream4newday.blogspot.com/
15. http://ummu-abdullah.blogspot.com/
16. http://enlightenedtalks.blogspot.com/
17. http://words-of-scholars.blogspot.com/
18. http://islamicbanglabd.blogspot.com/
19. http://quranbangla.weebly.com/index.html
20. http://sciencewithquran.wordpress.com/
21. http://islamerahban.wordpress.com/
ইসলাম সম্পর্কে আমরা যেসব সমস্যাগুলো দেখি সেগুলো আজকের দিনে বেশিরভাগ এই স্কলারদের থেকে না নেওয়ার কারণেই হয়ছে। কিছু ইজতিহাদি বিষয় রয়েছে সেগুলোতে ‘মতভিন্নতা’/‘দ্বিমত/বহুমত’(ঝগড়া নয় অবশ্যই) থাকতেই পারে কিন্তু যেসব বিষয় ইজতিহাদি নয় সেগুলোতেও আমরা প্রচন্ড পরিমাণ ঝগড়ার প্রদর্শন দেখি অনলাইনে(ইসলাম করতে গিয়ে পাপই বেড়ে যাচ্ছে !)। এর কারণ ওইসব লেখক/লেখিকারা মূলত ইসলামের এমন সব বিষয়ে গিয়েছে যেগুলোতে তাদের একাডেমিক জ্ঞান নেই বা তাদের নিজস্ব অভিজ্ঞতার আলোকে অন্য মুসলিম বা যারা ইসলাম পালন করে তাদের সাথে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতাকে ইসলামের সাথে মিশিয়ে চালিয়ে দিয়েছেন। আবার অনেকেই ইসলামের ব্যাসিক জ্ঞান না নিয়ে শুধুমাত্র পশ্চিমা স্ককলারদের জিওগ্রাফিকাল অবস্থানকে ইসলামের অবস্থান বলে চালিয়ে দিয়েছে।
তাই এখানে সামাজিক যোগাযোগ বা ব্লগ থেকে ইসলাম না
শিখে সত্যিকারভাবে স্কলারদের লেখা থেকে ইসলাম শেখার জন্য এই সাইটগুলো সংগ্রহ ই আমার উদ্দেশ্য। আমি আবারো বলছি...এইসব সাইটগুলো আমার দেখা মতে ভালো...তবে একদম একাডেমিক বিষয়গুলোও এই সাইটগুলোতে কোন স্কলার/আলেম ছাড়া লেখে সেগুলোকেও আমি নিতে বলি না...সেগুলো সম্পর্কেও স্কলারদের লেখা খুজলে পাওয়া যাবে এবং তাদের থেকেই নেওয়া উচিৎ- কেননা স্কলারদের ইসলাম সম্পর্কে, এর চাতুর্মুখিক বিষয়সমূহ সম্পর্কে ও প্রচুর রিসোর্সের জ্ঞান থেকে ব্যালান্স করে দিয়ে থাকেন – যা আমাদের মত কয়েকটা বই পড়ুয়াদের জন্য অসম্ভব।
তাই আসুন, ইসলামকে শিখি যারা আল্লাহর জ্ঞানে বিশেষজ্ঞ তাদের থেকে।
বিষয়: বিবিধ
৪৭৩৯ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিয়ে আগ্রহী তাদের জন্য, ইংরেজিতে লিখা কিছু ভালো ব্লগ চাই।
1. ইসলামের ব্যবহারিক মূলভিত্তি কিন্তু সৌনর্যময় ব্যবহারের উপর, যৌক্তিকতা ও Systematic Graduation of Dawah.
দায়ীকে জানতে হবে...
I. http://www.youtube.com/watch?v=XtgtGE8nxpM Islam is all about good manners by Majed Mahmoud
II. http://www.youtube.com/watch?v=XtgtGE8nxpM How Ahmad deedat made me Dawee bu Zakir Naik
III. http://www.youtube.com/watch?v=JjjekFQUbsc how to dawah by Ahmad Deedat
IV. http://www.youtube.com/watch?v=uN0bskloYB4 how not to dawah by Ahmad Deedat
V. http://www.youtube.com/watch?v=Mlj6ZEeApEE Dawah or Destruction by Zakir Naik
2. ইসলামের ভেতর থেকে প্রথমে সৌনর্য ও অলৌকিকতা তুলে ধরতে হবে... এক্ষেত্রে
প্রথমে ইসলাম দিয়ে ইসলামের সৌনর্য ও দ্বিত্বীয়তত ইসলামের সাথে অন্যান্ন এনালিসিস দিতে হবে
I. http://www.youtube.com/watch?v=FTOUFe9KbGQ (Nouman Ali Khan - Linguistic miracle of the Quran - Part 1
II. http://www.youtube.com/watch?v=QUNeEYQk0Xc Quran the Miracle of Miracles ~ Mufti Ismail Menk
III. http://www.youtube.com/watch?v=r5h6CNhtVls FULL - New - Dr. Zakir Naik - Quran & Modern Science
IV. এরপর সে যে ধর্মে বিশ্বাস করে সে ধর্ম ও ইসলাম নিয়ে আলোচনা করুন, লেকচার দিন...এক্ষেত্রে জাকির নায়েক ও আহমদ দীদাতের বই ও লেকচার বেশ কাজে দিবে।
3. কুরানিক কমেন্টারী উপহার দিন(হার্ড কপি)
I. Abdullah Yusuf Ali এর বা
II. Muhammad Assad এর
4. আর রাসূল সা এর জীবনীও দিতে হবে...
সেক্ষেত্রে দিতে পারেন
1. In the Foot Steps of Muhammad , lessons from his life by Tariq Ramadan
2. Muhammad from the ancient Source by Martin Lings
আর মনে রাখতে হবে...
1. প্রথমেই আরগুমেন্ট এ না গিয়ে ইসলামের মূল সৌনর্য তুলে ধরতে হবে
2. এক্ষেত্রে যে সব বিখ্যাত ব্যক্তিরা ইসলাম গ্রহন করেছিলেন তাদের ইসলামে আসার অভিজ্ঞতা তুলে ধরতে হবে...যেমন Muhammad Assad, Murad Hoffman, Hamza Yusuf ।
3. ধীরে ধীরে তুলনামূলক ইসলাম নিয়ে আলোচনা করুন, তুলনামূলক ইসলামের সৌনর্য, যৌক্তিকতা ও পূর্নাংগ জীবন তুলে ধরতে হবে...এক্ষেত্রে
4. জাকির নায়েকের লেকচার ও বই এবং আহমদ দীদাত সবচেয়ে বেশি কার্যকরী।
5. ইসলামে আসার পর সবচেয়ে জরুরী জিনিস হলো সান্নিধ্য...এক্ষেত্রে কোন ভালো ইসলামী অরগানাইজেশনের সাথে যুক্ত করিয়ে দেওয়া(কাজ করার জন্য নয়।)...যাতে আরো ভালো করে জানতে ও কমফোর্ট ফিল করে।
6. সে কি বিষয়ে আগ্রহী তা নিয়ে আলোচনা করুন...নারী বিষয়ে হলে...জাকির নায়েকের লেকচার, Tariq Ramadan এর লেকচার, শিল্প, ফিলোসফি নিয়ে আলোচনা করতে চাইলে Sayyed HOssein Nasr , এভাবে যে যে বিষয়ে আগ্রহী তার সাথে ইসলামের সে বিষয়ে গুরুত্বপূর্ণভাবে তুলে ধরতে হবে।
7. জাকির নায়েকের ক্ষেত্রে বই না দিয়ে লেকচার দিন...তার মেমরির মিরাকল কাজে দিবে অবশ্যই...হাদীসটি মনে রাখুন...নিশ্চয় কিছু কিছু কথার মাঝে জাদুর প্রভাব রয়েছে...সুতরাং এই হাদীসকে ভালোভাবে কাজে লাগান।
এভাবে চালিয়ে যান...
কিছু ওয়েব সাইট কাজে দিবে
1. http://www.missiondawah.com/
2. http://www.justdawah.org/
3. http://irf.org/
4. http://www.onislam.net/english/ask-about-islam/ethics-and-values/muslim-character/460908-turning-to-islam.html নীচের লিংকগুলো অবশ্যই দেখবেন।
5. http://www.islamtomorrow.com/dawah.asp
6. http://www.onislam.net/english/ask-the-scholar/dawah-principles/dawah-to-non-and-new-muslims/169339-first-step-towards-inviting-a-christian-to-islam.html?New_Muslims=
7. http://www.islamic-invitation.com/
8. http://invitetoislam.org/
9. http://islam.about.com/od/converts/g/Dawah.htm
ইসলাম ও বিজ্ঞান ও বিভিন্ন ইজম
I. http://islam-science.net/
II. http://www.scienceislam.com/
III. http://www.quranandscience.com/
IV. http://harunyahya.com/ Documentaries.
প্র্যাক্টিকাল ফতোয়ার জন্য...
http://www.onislam.net
এগুলো ভালো , সামগ্রিক ইসলাম নিয়ে আলোচনা আছ । ইংলিশের ভালো ওয়েবসাইটের মাঝে এগুলো সর্বাজ্ঞে.।
1. http://muslimmatters.org/
2. http://www.onislam.net/english/
3. http://www.suhaibwebb.com/
4. http://www.islamweb.net/emainpage/index.php
5. http://productivemuslim.com/
6. http://en.islamtoday.net/
7. http://www.kalamullah.com/
8. http://www.islamicity.com/
9. http://www.abdurrahman.org/
10. http://www.irfi.org/
11. http://www.i-epistemology.net/
ভালো ও দরকারি পোস্ট।
জাজাকাল্লাহু খাইরান।
মন্তব্য করতে লগইন করুন